অনুপাত ও সমানুপাত থেকে বিসিএস সহ যে কোন ধরণের নিয়োগ পরীক্ষায় অঙ্ক আসে। এখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন গুলো দেওয়া হলো। যদি এ প্রশ্ন গুলো শর্টকাটে সমাধান করতে না পারেন। তাহলে নিচের ভিডিওটি দেখেন। আশাকরি ভিডিওটি দেখার পর এ নিয়মের প্রশ্ন খুব সহজে শর্টকাটে সমাধান করতে পারবেন।
প্রশ্ন:- পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৪:১ তাদের মোট বয়স ৫০ বছর হলে কার বয়স কত? স.চা
ক. ৩৫ ও ১৫ বছর খ. ৩০ ও ১০ বছর
গ. ৪০ ও ১০ বছর ঘ. ৩৫ ও ৯ বছর
উত্তর: ৪০ ও ১০ বছর
প্রশ্ন:- তিনজনের মধ্যে ৭৫০ টাকা ৩:৫:৭ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? স.শি
ক. ১৫০, ২৫০, ৩৫০ খ. ১০০, ২০০, ২৫০
গ. ১২০, ১৪০, ৩০০ ঘ. ১৬০, ২৪০, ৩৪০
উত্তর: ক. ১৫০, ২৫০ ও ৩৫০
প্রশ্ন:- একটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর অনুপাত ৩:৭ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫০ জন হলে, ছাত্র সংখ্যা কত? ব্যাংক
ক. ৪০ জন খ. ৪২ জন
গ. ৪৩ জন ঘ. ৪৫ জন
উত্তর: ৪৫ জন
প্রশ্ন:- যদি কোন শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৬:৫ ঐ শ্রেণিতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৭ হলে, ছাত্র সংখ্যা কত জন? স.চা
ক. ৩৫ জন খ: ৩০ জন
গ. ৩২ জন ঘ. ৪০ জন
উত্তর: ৩৫ জন
প্রশ্ন:- ৪৮০০ টাকা আফরিন ফিরোজা ও খাদিজার মধ্যে ৪:৩:১ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে?
ক. ২৪০০, ১৮০০, ৬০০
খ. ২০০০, ২৪০০, ২৮০০
গ. ২২০০, ১৫০০, ২৭০০
ঘ. ২৪০০, ২০০০, ৬০০
উত্তর: ক. ২৪০০, ১৮০০ ও ৬০০
প্রশ্ন:- দুইটি সংখ্যার অনুপাত ৫:২ এবং তাদের সমষ্টি ৪২০। বড় সংখ্যাটি কত? স.চা
ক. ৩০০ খ. ২৬০
গ. ৩৪০ ঘ. ২৩৫
উত্তর: ৩০০