গিরিশচন্দ্র সেন নারায়ণগঞ্জ জেলার পাঁচদোনা গ্রামে ১৮৩৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রাহ্মধর্মের অনুসারী।
- ভাই গিরিশচন্দ্র সেন প্রথম বাংলায় পবিত্র কোরআন শরীফ অনুবাদ করেন।
- ব্রাহ্মসমাজ তাঁর কর্মনিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে ‘ভাই’ উপাধিতে ভূষিত করেন।
গিরিশচন্দ্র সেনের সাহিত্যকর্মসমূহ
বনিতা বিনোদন | তাপসমালা |
মহাপুরুষ চরিত | তত্ত্বরত্নমালা |
আরো পড়ুন:- নুরুল মোমেন
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। তাজকেরাতুল আওলিয়া অবলম্বনে ‘তাপসমালা করেন? (২৬ তম বিসিএস)
(ক) মুন্সী আবদুল লতিফ,
(খ) গিরিশচন্দ্র সেন
(গ) কাজী আকরাম
(ঘ) আবদুল জব্বার
উত্তর:- (খ) গিরিশচন্দ্র সেন
প্রশ্ন:-২। সমগ্র পবিত্র কোরআনের প্রথম অনুবাদ কে করেন? (১৬তম বিসিএস, ১০ তম বিসিএস)
(ক) গোলাম মোস্তফা
(খ) ফররুখ আহমদ
(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) ভাই গিরিশচন্দ্র সেন
উত্তর:- (ঘ) ভাই গিরিশচন্দ্র সেন
প্রশ্ন:-৩। বাংলা ভাষায় কোরআন শরীফ এর অনুবাদক ‘গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? (নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা:০৬)
(ক) হিন্দু ধর্ম
(খ) ব্রাহ্মধর্ম
(গ) খ্রিষ্টান ধর্ম
(ঘ) নাথ ধর্ম
উত্তর:- (ক) হিন্দু ধর্ম