জাতিসংঘের বর্তমান মহাসচিব কে

জাতিসংঘের বর্তমান মহাসচিব কে – আন্তোনিও গুতারেস, তিনি পর্তুগালের নাগরিক।

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য- ১৩৬ তম সদস্য।

জাতিসংঘের সদস্য দেশ কয়টি- ১৯৩ টি।

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত- ১৯৩ টি।

জাতিসংঘের সদর দপ্তর কোথায়- নিউইয়র্ক।

জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন- ট্রিগভেলি।

উপরের প্রশ্ন গুলো বিভিন্ন পরীক্ষায় সবচেয়ে বেশিবার এসেছে।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বার বার আসা ১০০ টি প্রশ্ন

বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন সমূহ উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ সনদ

জাতিসংঘের পতাকা

জাতিসংঘের অফিসিয়াল ভাষা

জাতিসংঘের সদস্য পদ

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র

জাতীসংঘের মূল অঙ্গ সংস্থা

সাধারণ পরিষদ

নিরাপত্তা পরিষদ

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

সচিবালয়

আন্তর্জাতিক আদালত

অছি পরিষদ

জাতিসংঘ সনদ

জতিসংঘ সনদ:- জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংঘঠন যার মূল লক্ষ্য আন্তর্জাতিক শান্তিপূর্ণ সমাধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘ ঘঠিত হয়। ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৬ জুন বিশ্বের ৫০ টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূল সনদে স্বক্ষর করেন।

১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১ তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ ৫১ টি দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার আগে পোল্যান্ড সনদে স্বাক্ষর করে বলে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ হিসাবে গণ্য করা হয়।

১৯৪৫ সালে ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। এজন্য প্রতিবছর ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।

জাতীসংঘ সনদ থেকে পরীক্ষায় আসা প্রশ্ন:-

১। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?

(ক) জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার

(খ) রোনাল্ড রিগ্যান ও মার্গারেট

(গ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল

(ঘ) জিমি কার্টার ও বাণী দ্বিতীয় এলিজাবেথ

উত্তর:- (গ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল

২। ১৯৪৫ সালের জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষারিত হয়?

(ক) নিউইয়র্ক

(খ) জেনেভা

(গ) প্যারিস

(ঘ) সানফ্রান্সিসকো

উত্তর:- (ঘ) সানফ্রান্সিসকো

৩। জাতিসংঘ সনদ কবে কার্যকরী হয়?

(ক) ১৯২৫ সালে

(খ) ১৯৩০ সালে

(গ) ১৯২০ সালে

(ঘ) ১৯৪৫ সালে

উত্তর:- (ঘ) ১৯৪৫ সালে

৪।কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে?

(ক) ৪৮ টি

(খ) ৫২ টি

(গ) ৫১ টি

(ঘ) ৫০ টি

উত্তর:- ৫১ টি

৫। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পিরগণিত হয়?

(ক) জার্মনী

(খ) হাঙ্গেরী

(গ) পোল্যান্ড

(ঘ) ইতালী

উত্তর:- (গ) পোল্যান্ড

৬। জাতিসংঘ আত্মপ্রকাশ করে?

(ক) ২৪ অক্টোবর ১৯৪৫ সালে

(খ) ১৪ অক্টোবর ১৯৪৫ সালে

(গ) ২০ অক্টোবর ১৯৪৫ সালে

(ঘ) ২৮ অক্টোবর ১৯৪৫ সালে

উত্তর:- (ক) ২৪ অক্টোবর ১৯৪৫ সালে

৭। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৫৬ সালে

(খ) ১৯৪৬ সালে

(গ) ১৯৪৫ সালে

(ঘ) ১৪২ সালে

উত্তর:- (গ) ১৯৪৫ সালে

৮। জাতিসংঘ দিবস পালিত হয়?

(ক) ২৮ অক্টোবর

(খ) ২৪ অক্টোবর

(গ) ২৩ অক্টোবর

(ঘ) ১৪ অক্টোবর

উত্তর:- (খ)২৪ অক্টোবর

জাতিসংঘের পতাকা

জাতিসংঘের পতাকা:- জাতিসংঘের পতাকায় আছে হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক। জাতিসংঘের প্রতীকের মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুইপাশে দুইটি জলপাই গাছের শাখা। মনে রাখবে জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক।

পরীক্ষায় আসা প্রশ্ন:-

১। কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?

(ক) বয়েজ স্কাউট

(খ) জাতিসংঘ

(গ) বিশ্বব্যাংক

(ঘ) রেডক্রস

উত্তর:- (খ) জাতিসংঘ

২। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে?

(ক) লাল ও নীল

(খ) লাল ও সবুজ

(গ) নীল ও সাদা

(ঘ) সবুজ ও সাদা

উত্তর:- (খ) নীল ও সাদা

৩। জলপাই গাছ কিসের প্রতিক?

(ক) শন্তির প্রতীক

(খ) দু:স্বপ্নের প্রতীক

(গ) বেদনার প্রতীক 

(ঘ) আনন্দের প্রতীক

উত্তর:- (ক) শন্তির প্রতীক

জাতিসংঘের সদর দপ্তর

জাতিসংঘের সদর দপ্তর ম্যানহাটন- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউরোপীয় দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।

জাতিসংঘের অফিসিয়াল ভাষা

জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি যথা:-

১। ইংরেজি

২। ফরাসি

৩। চীনা

৪। রুশ

৫। স্প্যানিশ

৬। আরবি

পরীক্ষায় আসা প্রশ্ন:-

১। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জেনেভা

(খ) ওয়াশিংটন ডিসি

(গ) নিউইয়র্ক

(ঘ) হেগ

উত্তর:- (গ) নিউইয়র্ক

২। জাতিসংঘের ইউরোপীয় দপ্তর কোথায় অবস্থিত?

(ক) জেনেভা

(খ) প্যারিস

(গ) নিউইয়র্ক

(ঘ) লন্ডন

উত্তর:- (ক) জেনেভা

৩। জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা-

(ক) ৪ টি

(খ) ৫ টি

(গ) ৬ টি

(ঘ) ৭ টি

উত্তর:- (গ) ৬ টি

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে- ২ টি,  ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটি

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *