নুরুল মোমেন ২৫ নভেম্বর, ১৯০৬ সালে বর্তমান ফরিদপুরের আলফাডাঙ্গার বুড়োইচ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘নাট্যগুরু’ হিসেবে পরিচিত। মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম কবিতা ‘সন্ধ্যা’ ধ্রুবতারা প্রকাশিত হয়।
- তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কারে এবং ১৯৭৮ সালে একুশে পদক পান।
নুরুল মোমেনর রচিত নাটক
নেমেসিস’ (১৯৪৮) | ‘রূপান্তর’ (১৯৪৭) |
আলোছায়া’ (১৯৬২) | শতকরা আশি’ (১৯৬৭) |
‘আইনের অন্তরালে’ (১৯৬৭) | যেমন ইচ্ছা তেমন’ (১৯৭০) |
রচিত রম্যগ্রন্থসমূহ
বহুরূপী | নরসুন্দর |
হিং টিং ছট |
আরো পড়ুন:- মুহম্মদ এনামুল হক
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা? (২৬তম বিসিএস)
(ক) কাব্য
(খ) নাটক
(গ) গীতি
(ঘ) কবিতা
উত্তর:- (খ) নাটক
প্রশ্ন:-২। ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? (২৬তম বিসিএস)
(ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
(খ) ঊনপঞ্চাশের মন্বন্তর
(গ) বায়ান্নর ভাষা আন্দোলন
(ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তর:- (ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
প্রশ্ন:-৩। ‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক কে?
(ক) ইব্রাহীম খাঁ
(খ) নূরুল মোমেন
(গ) নজরুল
(ঘ) মুনীর চৌধুরী
উত্তর:- (খ) নূরুল মোমেন