ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ই জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। ইসলামি আদর্শ ও ঐতিহ্য তাঁকে কাব্যসৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : সাত সাগরের মাঝি, সিরাজাম্ মুনীরা, মুহূর্তের কবিতা, ছড়ার আসর, পাখির বাসা, হাতেমতায়ী, নতুন লেখা, ইত্যাদি।
- ফররুখ আহমদের উপাধি- মুসলিম রেনেসাঁর কবি ।
- তিনি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
- ১৯৩৭ সালে ‘বুলবুল’ পত্রিকায় তাঁর প্রথম কবিতা ‘রাত্রি’ প্রকাশিত হয়।
পুরস্কার
তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০) | আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬) |
স্বাধীনতা পুরস্কার (১৯৮০) পান। | একুশে পদক (১৯৭৭) |
ইউনেস্কো পুরস্কার (১৯৬৬) | |
ফররুখ আহমদ এর কাব্যগ্রন্থ
‘সাত সাগরের মাঝি’ (১৯৪৪) | ‘নৌফেল ও হাতেম’ (১৯৬১) |
‘হাতেমতায়ী’ (১৯৬৬) | ‘মুহূর্তের কবিতা (১৯৬৩) |
‘সিরাজাম মুনিরা’ (১৯৫২) | ‘সিন্দাবাদ’ (১৯৮৩) |
শিশুতোষ গ্রন্থ
‘পাখির বাসা’ (১৯৬৫) | ‘নতুন লেখা’ (১৯৬৯) |
‘হরফের ছড়া’ (১৯৭০) | ‘চাঁদের আসর’ (১৯৭০) |
‘ছড়ার আসর’ (১৯৭০) | ‘ফুলের জলসা’ (১৯৮৫) |
কবিতা
আরো পড়ুন:- জাফর ইকবাল
Share this