Finance শব্দটির বংলা অর্থ হচ্ছে অর্থায়ন বা অর্থসংস্থান। তাই সাধারণ অর্থে Finance বলতে অর্থ সংগ্রহ করাকে বুঝায়। আর ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলিকে অর্থয়ন বলা হয়ে থাকে।
ফিন্যান্স এর সংজ্ঞা
ফিন্যান্স এর কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা
According to L. G Gitman, Finance is the art and Science ao managing money”
অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান হলো অর্থায়ন।“
According to John J. Hampton, The term finance can be defined as the management of flows of money through an organization, whether it be a corporation, school, bank or government agency.
অর্থাৎ কোন প্রতিষ্ঠানের নগদ অর্থের প্রবাহের ব্যবস্থাপনাকে অর্থায়ন হিসাবে সংজ্ঞায়িত করা যায় হোক সেটি কপোরেশন, ব্যাংক, স্কুল কলেজ বা সরকারি এজেন্সি।
পরিশেষে আমরা বলতে পারি, অর্থায়ন হলো অর্থ সংগ্রহ ও সংগৃহীত অর্থের ব্যবহার সংক্রান্ত ব্যবস্থাপকীয় কলা কৌশল।
আরো পড়ুন: বীমা ককে বলে, হিসাববিজ্ঞান কাকে বলে
I am student