বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে ২৪ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে ১৯১৪ সালে তিনি ম্যাট্রিক পাস করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আই.এ. এবং বি.এ. ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি হুগলী, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। ১৯২১ সালে প্রবাসী পত্রিকায়  ‘উপেক্ষিতা; নামক গল্প প্রকাশের মাধ্যমে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। তাঁর খেলায় প্রধান্য ছিল গ্রামবাংলার মানুষের সহজ-সরল জীবন- যাপনের চিত্র ও প্রাকৃতিক সৌন্দর্য ।

  • তিনি ‘চিত্রলেখা’ পত্রিকা পত্রিকা সম্পাদনা করেন।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস

আদর্শ হিন্দু হোটেল১৯৪০
অনুবর্তন১৯৪২
দেবযান১৯৪৪
পথের পাঁচালী১৯২৯
ইছামতি১৯৪৯
বিপিনের সংসার১৯৪১
অপরাজিত১৯৩১
অশনি সংকেত১৯৫৯
দম্পতি১৯৫২
আরণ্যক১৯৩৮
দৃষ্টিপ্রদীপ১৯৩৫

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ছোটগল্প

মেঘমাল্লার১৯৩১
যাত্রাবদল১৯৩৪
মৌরীফুল১৯৩২
কিন্নর দল১৯৩৮

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর ভ্রমণকাহিনী

হে অরণ্য কথা কও
অভিযাত্রিক
বনে পাহাড়ে

আত্নজীবনী: ‘তৃণাঙ্কুর’ (১৯৪৩)

আরো পড়ুন:- মহাকবি আলাওল

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস (গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৩)

(ক) ইছামতী

(খ) ময়ূরকণ্ঠী

(গ) ধূপছায়া

(ঘ) সংকর সংকীর্তন

উত্তর:- (ক) ইছামতী

প্রশ্ন:-২। ‘আরণ্যক’ কার রচনা? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী: ১১)

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়

(খ) বুদ্ধদেব বসু

(গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(ঘ)  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তর:- (ঘ)  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:-৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’র প্রকাশকাল- (জাতীয় বাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা )

(ক) ১৯১৯

(খ) ১৯২৯

(গ) ১৯৩৯

(ঘ) ১৯৪৯

উত্তর:- (খ) ১৯২৯

প্রশ্ন:-৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘পথের পাঁচালী’ একটি- ( প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১)

(ক) নাটক

(খ) ভ্রমণকাহিনী

(গ) উপন্যাস

(ঘ) গল্প

উত্তর:- (গ) উপন্যাস

প্রশ্ন:-৫। ‘পথের পাঁচালী’ উপন্যাসের রচয়িতা- [পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১)

(ক) প্যারীচাঁদ মিত্র

(খ) সত্যজিৎ রায়

(গ) বনফুল

(ঘ)  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তর:- (ঘ)  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:-৬।  ‘অপরাজিত’ উপন্যাসের লেখক- [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৪)

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(খ) মানিক বন্দ্যোপাধ্যায়

(গ) শহীদুল্লা কায়সার

(ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

উত্তর:- (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:-৭। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এ্যাডজুটেন্ট: ১৫)

(ক) পদশব্দ

(খ) আরণ্যক

(গ) রজনী

(ঘ) অসম বৃক্ষ

উত্তর:- (খ) আরণ্যক

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *