মহাকবি আলাওল কবিতা

মহাকবি আলাওল

আলাওল ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। ‘পদ্মাবতী’ মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য।

মহাকবি আলাওল এর কাব্যসমূহ

তোহফা (নীতিকাব্য)রক্তনকলিকা আনন্দবর্মা
হপ্তপয়করসয়ফুলমুলুক বদিউজ্জামাল
পদাবলীসিকান্দরনামা

আরো পড়ুন:- শামসুদ্দীন আবুল কালাম

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  কবি আলাওলের জন্মস্থান কোনটি? (২৯তম বিসিএস)

(ক) ফরিদপুরের সুরেশ্বর

(খ) চট্টগ্রামের পটিয়া

(গ) কবি আলাওলের সময়কাল-

(ঘ) চট্টগ্রামের জোবরা

উত্তর:- (ঘ) চট্টগ্রামের জোবরা

প্রশ্ন:-২। মহাকবি আলাওল রচিত কাব্য- (৪২তম বিসিএস)

(খ) পদ্মাবতী

(ক) চন্দ্রাবতী

(গ) মধুমালতী

(ঘ) লাইলী মজনু

উত্তর:- (খ) পদ্মাবতী

প্রশ্ন:-৩। মহাকবি আলাওল রচিত গ্রন্থ- (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১০)

(ক) পদ্মাবতী

(খ) লায়লী-মজনু

(গ) ইউসুফ জোলেখা

(ঘ) গোরক্ষবিজয়

উত্তর:- (ক) পদ্মাবতী

প্রশ্ন:-৪। .‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? (সহ. পরিবার পরিকল্পনা কর্মকর্তা)

(ক) দৌলত কাজী

(খ) মাগন ঠাকুর

(গ) আলাওল

(ঘ) শাহ মুহম্মদ সগীর

উত্তর:- (গ) আলাওল

প্রশ্ন:-৫। কবি আলাওলের প্রথম রচনা- (ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৩)

(ক) হপ্ত পয়কর

(খ) পদ্মাবতী

(গ) সয়ফুলমুলুক-বদিউজ্জামাল

(ঘ) গুলে বকাওলী

উত্তর:- (খ) পদ্মাবতী

প্রশ্ন:-৬। আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য? (৩১তম বিসিএস]

(ক) আত্মজীবনী

(খ) প্রণয়কাব্য

(গ) নীতি কাব্য

(ঘ) জয়নামা

উত্তর:- (গ) নীতি কাব্য

প্রশ্ন:-৭। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তরের সহ, পরিচালক:১১)

(ক) লক্ষ্মণ সেনের রাজসভার

(খ) আরাকান রাজসভার

(গ) সম্রাট আকবরের রাজসভা

(ঘ)সম্রাট শাহজাহানের রাজসভা

উত্তর:- (খ) আরাকান রাজসভার

প্রশ্ন:-৮।  মহাকবি আলাওল কোন যুগের কবি? পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৭]

(ক) সর্বাধুনিক যুগের

(খ) আধুনিক যুগের

(গ) প্রাচীন যুগের

(ঘ) মধ্যযুগের

উত্তর:- (ঘ) মধ্যযুগের

প্রশ্ন:-৯। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি

(ক) নাসির মাহমুদ

(খ) আলাওল

(গ) সৈয়দ সুলতান

(ঘ) শাহ গরীবুল্লাহ

উত্তর:- (খ) আলাওল

প্রশ্ন:-১০।  ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন? (৩৬তম বিসিএস]

(ক) দৌলত কাজী

(খ) মাগন ঠাকুর

(গ) সাবিরিদ খান

(ঘ) আলাওল

উত্তর:- (ঘ) আলাওল

প্রশ্ন:-১১।  ‘পদ্মাবতী’ একটি- [বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ  ১৬

(ক) অনুবাদ গ্রন্থ

(খ) মৌলিক গ্রন্থ

(গ) ভ্রমণ কহিনী

(ঘ) কোনোটিই নয়

উত্তর:- (ক) অনুবাদ গ্রন্থ

প্রশ্ন:-১২।  ‘পদ্মাবতী  কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? (ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক: ১৪]

(ক) আরবি

(খ) ফারসি

(গ) উর্দু

(ঘ) হিন্দি

উত্তর:- (ঘ) হিন্দি

প্রশ্ন:-১৩। সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?

[পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯]

(ক) পদ্মাবতী

(খ) সয়ফলমুলক-বদিউজ্জামাল

(গ) তোফা

(ঘ) হপ্ত পয়কর

উত্তর:- (ক) পদ্মাবতী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *