জানতে পারবে, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে এবং মূলদ অমূলদ সংখ্যা চেনার উপায়।
স্বাভাবিক সংখ্যা কাকে বলে
স্বাভাবিক সংখ্যা:- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬ … ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে।
পূর্ণ সংখ্যা কাকে বলে
পূর্ণ সংখ্যা:- শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে।
যেমন:- ১, ২, ৩, ৪, ৫, -৪, -৫, -৬… ইত্যাদি পূর্ণ সংখ্যাে
আরো পড়ুন:-
বাস্তব সংখ্যা কাকে বলে
বাস্তব সংখ্যা:- ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবই বাস্তব সংখ্যা।
যেমন:- ১, ২, ৬, ১০, ১২, ০, -১, -২, -৭
অন্যভাবেও বলা যায়,
সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
বাস্তব সংখ্যা কত প্রকার
বাস্তব সংখ্যা ২ প্রকার যথা:- ১। মূলদ সংখ্যা ২। অমূলদ সংখ্যা
মূলদ সংখ্যা কাকে বলে
মূলদ সংখ্যা:- যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে।
যেমন:- ৫, ২/৩ ইত্যাদি
মূলদ সংখ্যা চেনার উপায়
১। প্রত্যেক পূর্ণসংখ্যা একটি মূলদ সংখ্যা। যেমন ৫ একটি মূলদ সংখ্যা, কারণ ৫ কে ভগ্নাংশ আকারে লেখা যাবে ৫/১, আমরা এটাও জানি সকল পূর্ণ সংখ্যার নিচে ১ থাকে।
২। শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ সংখ্যা।
৩। যদি দশমিকের পরের ঘরগুলো সসীম হয় অর্থাৎগণনা করা যায়, তবে সংখ্যাটি হবে মূলদ সংখ্যা। যেমন:- ৩.৫৬ এবং ৫৬৯.৩৫ ইত্যাদি।
৪। সকল পৌণপৌনিক সংখ্যা মূলদ সংখ্যা।
৫। দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয় অর্থাৎ দশমিকের পরের সবগুলো সংখ্যা একই হলে তবে সংখ্যাটি মূলদ। যেমন:- ৫.৪৪৪…
৬। যে কোন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হলো মূলদ সংখ্যা। যেমন:- রুট ৩৬ এবং রুট ৪৯
অমূলদ সংখ্যা
সহজ ভাবে বললে, যে সকল সংখ্যা মূলদ নয় সে সংখ্যাগুলোই অমূলদ সংখ্যা।
যেমন:- রুট ২ এবং ৬.৩৫৬২…
অমূলদ সংখ্যা চেনার উপায়
১। পূর্ণবর্গ নয় এমন যে কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। রুট ৩, রুট ৫, রুট ৭ ইত্যাদি অমূলদ সংখ্যার উদাহরণ।
২। দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তবে সংখ্যাটি অমূলদ। যেমন:- ৭.৫৬৮৯…
ভগ্নাংশ কাকে বলে এবং ভগ্নাংশ কত প্রকার ও কী কী
It was very helpful, Jajhakallah.
Very helpful
I want to know more about mould shonkha it’s not enough for assignment .
bro, asolei helpful chilo. Jantam na tumio ekhan thekei porso.
Hi I’m
nice…
thank you