শিক্ষার্থী বন্ধুরা তোমরা চাইলে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়েও লসাগু এবং গসাগু এর মান বের করতে পারো। প্রথমে আমি তোমাদের ল.সা.গু করে দেখাবো।
ল.সা.গু নির্ণয়: ৪৮ ও ৫৪ এর ল.সা.গু নির্ণয়।
প্রথমে তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে ছোট সংখ্যা ৪৮ লিখবে তারপর ab/c এ বাটনটি প্রেস করবে, তারপর ৫৪ লিখে সমান = চিহ্ন প্রেস করলে রেজাল্ট দেখাবে
অর্থাৎ ৮ হবে উপরে ৯ হবে নিচে বা ৯ ভাগের ৮
এখন তুমি ৪৮ আর ৯ অথবা ৫৪ আর ৮ যে কোন একটা গুণ করলে ল.সা.গু পেয়ে যাবে,
৫৪*৮ গুণ করলে হচ্ছে ৪৩২ তাহলে ল.সা.গু হবে ৪৩২
গ.সা.গু নির্ণয়: ৩৫ এবং ৬৩ এর গ.সা.গু নির্ণয়
প্রথমে তুমি তোমার ক্যালকুলেটরে ছোট সংখ্যাটি অর্থাৎ ৩৫ লিখবে তারপর ab/c এ বাটনটি প্রেস করে ৬৩ লিখবে, এখন সমান চিহ্ন = প্রেস কর। দেখবে রেজাল্ট দেখাবে
এখানে ৫ হবে উপরে আর ৯ হবে নিচে অর্থাৎ ৯ ভাগের ৫
এখন তুমি ৩৫ কে ৫ দ্বারা অথবা ৬৩ কে ৯ দ্বারা ভাগ করলে গ.সা.গু পেয়ে যাবে।
আমি যদি ৩৫ কে ৫ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ৩৫/৫= ৭ সুতরাং গ.সা. গু হবে ৭
লসাগু এবং গসাগু বের করার জন্য প্রশ্নে সব সময় দুইটি মান থাকবে তা কিন্তু নয় । যদি দুইয়ের অধিক মান থাকে যেমন:- ৩৫, ৪০, ৯৫ এর লসাগু অথবা ২৪, ৭২, ১২৮ এর গসাগু নির্ণয় কর। তখন কীভাবে করতে হয় তার জন্য তোমরা নিচের ভিডিওটি দেখতে পারো। লিখে বুঝালে নাও বুঝতে পারে তাই ভিডিওটি দেখার অনুরোধ করছি।