ক্রীতদাসের হাসি

শওকত আলী

শওকত আলী ১২ জানুয়ারি, ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক।

পুরস্কার

বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৮
ফিলিপস সাহিত্য পুরস্কার, ১৯৮৬
রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক, ১৯৯০

শওকত আলীর উপন্যাসসমূহ

‘পিঙ্গল আকাশ’ (১৯৬৩)‘যাত্রা’ (১৯৭৬)
প্রদোষে প্রাকৃতজন’ (১৯৮৪)‘কুলায় কালস্রোত’ (১৯৮৬)।
ওয়ারিশ’ (১৯৮৯)‘উত্তরের খেপ’ (১৯৯২)
‘নাঢ়াই’ (২০০৩)‘দক্ষিণায়নের দিন’ (১৯৮৫)
পূর্বরাত্রি পূর্বদিন’ (১৯৮৬)‘যেতে চাই’ (১৯৮৮)
‘বাসর মধুচন্দ্রিমা’ (১৯৯০)‘হিসাব-নিকাশ’ (১৯৯৮)
দলিল’ (২০০১)‘বসত’, ‘স্থায়ী ঠিকানা
‘কোথায় আমার ঘরবাড়ি’‘ত্রিপদী’, ‘দুই রকম’

শওকত আলীর গল্পসমূহ

‘উন্মুল বাসনা’ (১৯৬৮)‘লেলিহান স্বাদ’ (১৯৭৮)
শুন হে লক্ষিন্দর’ (১৯৮৮)‘বাবা আপনে যান’ (১৯৯৪)

ত্রয়ী উপন্যাস

‘দক্ষিণায়নের দিন’কুলায় কালস্রোত’
‘পূর্বরাত্রি পূর্বদিন

আরো পড়ন:-শহীদুল্লা কায়সার

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি? (৪১তম বিসিএস)

(ক) কালো বরফ

(খ) নাঢ়াই

(গ) অক্টোপাস

(ঘ) ক্রীতদাসের হাসি

উত্তর:- (খ) নাঢ়াই

প্রশ্ন:-২।  ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার রচনা? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯)

(ক) সেলিম আল দীন

(খ) সৈয়দ শামসুল হক

(গ) শওকত ওসমান

(ঘ) শওকত আলী

উত্তর:- (ঘ) শওকত আলী

প্রশ্ন:-৩।  ‘ওয়ারিশ’ উপন্যাসের লেখক হচ্ছে- [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষা: ১৩)

(ক) শওকত ওসমান

(খ) শওকত আলী

(গ) রফিক আজাদ

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:-(খ) শওকত আলী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *