শওকত আলী ১২ জানুয়ারি, ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কথাসাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষক।
পুরস্কার
বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৮ |
ফিলিপস সাহিত্য পুরস্কার, ১৯৮৬ |
রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক, ১৯৯০ |
শওকত আলীর উপন্যাসসমূহ
‘পিঙ্গল আকাশ’ (১৯৬৩) | ‘যাত্রা’ (১৯৭৬) |
প্রদোষে প্রাকৃতজন’ (১৯৮৪) | ‘কুলায় কালস্রোত’ (১৯৮৬)। |
ওয়ারিশ’ (১৯৮৯) | ‘উত্তরের খেপ’ (১৯৯২) |
‘নাঢ়াই’ (২০০৩) | ‘দক্ষিণায়নের দিন’ (১৯৮৫) |
পূর্বরাত্রি পূর্বদিন’ (১৯৮৬) | ‘যেতে চাই’ (১৯৮৮) |
‘বাসর মধুচন্দ্রিমা’ (১৯৯০) | ‘হিসাব-নিকাশ’ (১৯৯৮) |
দলিল’ (২০০১) | ‘বসত’, ‘স্থায়ী ঠিকানা |
‘কোথায় আমার ঘরবাড়ি’ | ‘ত্রিপদী’, ‘দুই রকম’ |
শওকত আলীর গল্পসমূহ
‘উন্মুল বাসনা’ (১৯৬৮) | ‘লেলিহান স্বাদ’ (১৯৭৮) |
শুন হে লক্ষিন্দর’ (১৯৮৮) | ‘বাবা আপনে যান’ (১৯৯৪) |
ত্রয়ী উপন্যাস
‘দক্ষিণায়নের দিন’ | কুলায় কালস্রোত’ |
‘পূর্বরাত্রি পূর্বদিন |
আরো পড়ন:-শহীদুল্লা কায়সার
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি? (৪১তম বিসিএস)
(ক) কালো বরফ
(খ) নাঢ়াই
(গ) অক্টোপাস
(ঘ) ক্রীতদাসের হাসি
উত্তর:- (খ) নাঢ়াই
প্রশ্ন:-২। ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার রচনা? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯)
(ক) সেলিম আল দীন
(খ) সৈয়দ শামসুল হক
(গ) শওকত ওসমান
(ঘ) শওকত আলী
উত্তর:- (ঘ) শওকত আলী
প্রশ্ন:-৩। ‘ওয়ারিশ’ উপন্যাসের লেখক হচ্ছে- [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষা: ১৩)
(ক) শওকত ওসমান
(খ) শওকত আলী
(গ) রফিক আজাদ
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর:-(খ) শওকত আলী