শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ সালে ঝালকাঠি জেলার নলছিটির কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন। তাঁর গল্প-উপন্যাসে সমকালীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরেছেন।
- তিনি ‘মাহেনও’ পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি ১৯৯৪ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
- শামসুদ্দীন আবুল কালাম ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।
শামসুদ্দীন আবুল কালাম এর উপন্যাস
‘আলমনগরের উপকথা’ (১৯৫৪) | ‘কাশবনের কন্যা’ (১৯৫৪) |
‘জায়জঙ্গল’ (১৯৭৩) | ‘সমুদ্র বাসর’ (১৯৮৬) |
‘দুই মহল’ (১৯৫৫) | ‘জীবনকাব্য’ (১৯৫৬) |
“কাঞ্চনমালা’ (১৯৬১), | মনের মতো ঠাঁই’ (১৯৮৫) |
‘যার সাথে যার’ (১৯৮৬) | ‘নবান্ন’ (১৯৮৭) |
‘কাঞ্চনগ্রাম’ (১৯৯৮) |
গল্পগ্রন্থসমূহ
‘অনেক দিনের আশা’ (১৯৫২) | ‘ঢেউ’ (১৯৫৩) |
‘পথ জানা নেই’ (১৯৫৩) | ‘দুই হৃদয়ের তীর’ (১৯৫৫) |
‘শাহের বানু’ (১৯৫৭) | ‘পুঁই ডালিমের কাব্য’ (১৯৮৭) |
আরো পড়ুন:- শাহ মুহম্মদ সগীর
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে? (বাতিলকৃত ২৪ তম বিসিএস]
(ক) আবুল কালাম শামসুদ্দীন
(খ) শামসুদ্দীন আবুল কালাম
(গ) জসীমউদ্দীন
(ঘ) আবুল ফজল
উত্তর:- (খ) শামসুদ্দীন আবুল কালাম
প্রশ্ন:-২। ‘পথ জানা নেই’ গল্পটি কার লেখা?
(ক) আবুল মনসুর আহমদ
(খ) শওকত ওসমান
(গ) সরদার জয়েনউদ্দীন
(ঘ) শামসুদ্দীন আবুল কালাম
উত্তর:- (ঘ) শামসুদ্দীন আবুল কালাম
প্রশ্ন:-৩। ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা? [২৫তম বিসিএস)
(ক) উপন্যাস
(খ) নাটক
(গ) কাব্য
(ঘ) ছোটগল্প
উত্তর:- (ক) উপন্যাস
প্রশ্ন:-৪। ‘কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা? (থানা নির্বাচন অফিসার: ০৪]
(ক) আলাউদ্দীন আল আজাদ
(খ) আবুল ফজল
(গ) সরদার জয়েনউদ্দীন
(ঘ) শামসুদ্দীন আবুল কালাম
উত্তর:- (ঘ) শামসুদ্দীন আবুল কালাম