শামসুর রাহমান এর কবিতা

শামসুর রাহমান

শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রাম। তাঁর ডাকনাম- বাচ্চু।

  • শামসুর রাহমানকে ‘নাগরিক কবি’ বলা হয়ে থাকে।
  • তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
  • ১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে ‘দৈনিক মর্নিং নিউজ’-এ কর্মজীবন শুরু করেন।
  • তিনি  ‘দৈনিক বাংলা’ পত্রিকার সম্পাদক ছিলেন।
  • মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কলকাতার ‘দেশ’ পত্রিকায় ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন।
  • তিনি ২০০৬ সালের ১৭ই আগস্ট, মৃত্যুবরণ করেন।

পুরস্কার

‘আদমজী সাহিত্য পুরস্কার’- ১৯৬৩‘বাংলা একাডেমি পুরস্কার’- ১৯৬৯
‘একুশে পদক’- ১৯৭৭‘স্বাধীনতা পুরস্কার’- ১৯৯১

শামসুর রাহমান এর কাব্যগ্রন্থ

‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ (১৯৬০)বন্দী শিবির থেকে’ (১৯৭২)
‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ (১৯৭৭)উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ (১৯৮২)
‘রৌদ্র করোটিতে’ (১৯৬৩)‘বিধ্বস্ত নীলিমা’ (১৯৬৭)
‘নিরালোকে দিব্যরথ’ (১৯৬৮)‘নিজ বাসভূমে’ (১৯৭০)
‘দুঃসময়ের মুখোমুখি’ (১৯৭৩)‘ফিরিয়ে নাও ঘাতককাটা’ (১৯৭৪)
‘আদিগন্ত নগ্ন পদধ্বনি’ (১৯৭৪)‘এক ধরনের অহংকার’ (১৯৭৫),
‘আমি অনাহারী’ (১৯৭৬), ‘শূন্যতায় তুমি শোকসভা’ (১৯৭৭)
‘প্রতিদিন ঘরহীন ঘরে’ (১৯৭৮)‘প্রেমের কবিতা’ (১৯৮১)
‘ইকারুসের আকাশ’ (১৯৮২)‘এক ফোঁটা কেমন অনল’ (১৯৮৬)
‘বুক তাঁর বাংলাদেশের হৃদয়’ (১৯৮৮)হরিণের হাড়’ (১৯৯৩)
‘তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন’ (১৯৯৬)‘হেমন্ত সন্ধ্যায় কিছুকাল’ (১৯৯৭)
‘না বাস্তব না দুঃস্বপ্ন’ (২০০৬)

শামসুর রাহমান এর উপন্যাস

‘অক্টোপাস’ (১৯৮৩)‘অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫)
‘নিয়ত মন্তাজ’ (১৯৮৫)‘এলো সে অবেলায়’ (১৯৯৪)

শামসুর রাহমান এর কবিতা

‘হাতির শুড়’: ১৯৫৮‘টেলেমেকাস’: ১৯৬৬
‘আসাদের শার্ট’: ১৯৬৯‘স্বাধীনতা তুমি’
‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’

শিশুতোষ

‘এলাটিং বেলাটিং’ (১৯৭৫)‘ধান ভানলে কুঁড়ো দেবো’ (১৯৭৭)
‘লাল ফুলকির ছড়া’ (১৯৯৫)

আত্মস্মৃতি

‘স্মৃতির শহর’ (১৯৭৯)‘কালের ধূলোয় লেখা’ (২০০৪)

প্রবন্ধ

‘আমৃত্যু তাঁর জীবনানন্দ’ (১৯৮৬), ‘কবিতা এক ধরনের আশ্রয়’ (২০০২)

শামসুর রাহমান এর বিখ্যাত উক্তি

স্বাধীনতা তুমি, রবী ঠাকুরের অজর কবিতা। (স্বাধীনতা তুমি)
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। (স্বাধীনতা তুমি)

আরো পড়ুন:-শহীদুল্লা কায়সার

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *