সন্ধি বিচ্ছেদ

সন্ধি বিচ্ছেদ

সন্ধি কাকে বলে

সন্ধি শব্দের অর্থ মিলন তাই সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন –

কাঁচা + কলা = কাঁচকলাঘোড়া + গাড়ি = ঘোড়গাড়ি ইত্যাদি।

সন্ধির উদ্দেশ্য

  • স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা।
  • ধ্বনিগত মাধুর্য সম্পাদন।

সন্ধি কত প্রকার ও কী কী

সন্ধি দুই প্রকার যথা:

(১) স্বরসন্ধি ও

(২) ব্যঞ্জনসন্ধি

স্বরসন্ধি কাকে বলে

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

  • সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়। যেমন-

(ক) অ + এ = এ  (অ লোপ), যেমন – শত + এক = শতেক। এরূপ কতেক ।

(খ) আ + আ = আ (একটি আ লোপ)। রূপা + আলি = রূপালি।

(গ) আ + উ = উ (আ লোপ)। যেমন- হিংসুক, নিন্দুক ইত্যাদি।

(ঘ) ই + এ = ই (এ লোপ)। যেমন – কুড়ি + এক = কুড়িক।

  • কোনো কোনো স্থলে পাশাপাশি দুটি স্বরের শেষেরটি লোপ পায়। যেমন – যা + ইচ্ছা + তাই =যাচ্ছেতাই।

ব্যঞ্জন সন্ধি কাকে বলে

স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

যেমন:-

হাত + ছানি = হাচ্ছানিসাত+শ = সাশ্শ
ছোট + দা = ছোড়দানাত + জামাই = নাজ্‌জামাই
কাঁচা + কলা = কাঁচকলাঘোড়া + গাড়ি = ঘোড়গাড়ি
বদ্+জাত = বজ্জাতচার+টি = চাট্টি

# চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত-বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। যেমন—

নাত + জামাই =নাজ্‌জামাইহাত + ছানি = হাচ্ছানি, ইত্যাদি।

# স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে স্বরধ্বনিটি লুপ্ত হয়। যেমন –

কাঁচা + কলা = কাঁচকলাঘোড়া + গাড়ি = ঘোড়গাড়ি ইত্যাদি

# প্রথম ধ্বনি অঘোষ এবং পরবর্তী ধ্বনি ঘোষ হলে, দুটি মিলে ঘোষ ধ্বনি দ্বিত্ব হয়। 

ছোট + দা = ছোড়দা

তৎসম সন্ধি

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি তিন প্রকার।

(১) স্বরসন্ধি

(২) ব্যঞ্জন সন্ধি

(৩) বিসর্গ সন্ধি।

স্বরসন্ধি কাকে বলে

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি। যেমন-

মিহ+ আলয়= হিমালয়সূর্য + উদয় = সূর্যোদয়
শুভ + ইচ্ছা = শুভেচ্ছাযথা+উচিত = যথোচিত

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

যে সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যথা – কুল + অটা = কুলটামার্ত + অণ্ড = মার্তণ্ড
শুদ্ধ + ওদন = শুদ্ধোদনঅন্য + অন্য= অন্যান্য
প্র + ঊঢ় = প্রৌঢ়গো + অক্ষ = গবাক্ষ
গো+ ইন্দ্র = গবেন্দ্রপ্র+এষণ = প্রেষণ
গো+অস্থি = গবাস্থিস্ব+ঈরিনী = স্বৈরনী
সীম+অন্ত = সীমান্তস্ব+ঈর = স্বৈর

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি

বন্ + পতি = বনস্পতিবৃহৎ + পতি = বৃহস্পতি
তৎ + কর = তস্করপর্ + পর = পরস্পর
মনস্ + ঈষা = মনীষাপতৎ + অঞ্জলি = পতঞ্জলি
আ+ চর্য = আশ্চর্যউৎ + স্থাপন = উত্থাপন
গো + পদ = গোষ্পদষট্ + দশ = ষোড়শ
গো + য = গব্যএক্ + দশ =একাদশ
নো + য = নাব্যদিব্ + লোক = দ্যুলোক

বিসর্গ সন্ধি

বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

বিসর্গ সন্ধির নিয়ম

* বিসর্গের (ঃ) পর চ/ছ থাকলে বিসর্গের স্থানে “শ’ হয়। অর্থাৎ ংঃ + চ/ছ = শ। যেমন-

নিঃ+চয় = নিশ্চয়শিরঃ+ছেদ = শিরচ্ছেদ

* বিসর্গযুক্ত অ/আ ধ্বনির পর যদি ক/খ/প/ফ থাকে, তাহলে বিসর্গ স্থানে ‘স’ হয়। অর্থাৎ- অ/আ+ঃ+ক/খ/প/ফ = স । যেমন-

নমঃ+কার = নমস্কারতেজঃ+কর = তেজস্কর

* যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্থ কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন—

নিঃ + স্তব্ধ = নিঃস্তব্ধদু: + স্থ = দুঃস্থ কিংবা দুস্থ

* বিসর্গের পর ট/ঠ থাকলে বিসর্গের স্থানে ‘ষ’ হয়। যেমন-

নিঃ+ঠুর = নিষ্ঠুরনিঃ+ঠা = নিষ্ঠা

* কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন-

প্রাতঃ + কাল = প্রাতঃকালমনঃ + কষ্ট =মনঃকষ্ট

* বিসর্গের পর ত/থ থাকলে বিসর্গের স্থানে ‘স’ হয়।যেমন-

নিঃ+তেজ = নিস্তেজমনঃ+তাপ = মনস্তাপ

নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি

প্রাতঃ+কাল = প্রাতঃকালমনঃ+কষ্ট = মনঃকষ্ট
অহঃ+নিশ=অহর্নিশশিরঃ+পীড়া = শিরঃপীড়া
বাচঃ+পতি = বাচস্পতিঅহঃ+অহ = অহরহ

বিশেষ নিয়মে সাধিত সন্ধি

সম্ + কৃত = সংস্কৃতপরি + কার পরিষ্কার
পরি + কৃত = পরিষ্কৃতউৎ + স্থান = উত্থান
সম্ + কার = সংস্কারপরি + কৃত = পরিষ্কৃত

সন্ধি বিচ্ছেদ থেকে  বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বার বার আসা প্রশ্ন সমূহ। আশাকরি যে কোন পরীক্ষায় এখান থেকে কমন পাওয়া যাবে।

হিংসা+উক = হিংসুক

নিন্দা+উক = নিন্দুক

প্রাণ+অধিক = প্রাণাধিক

হিম+অলোয় = হিমালয়

হস্ত+অন্তর = হস্তান্তর

হিত+অহিত = হিতাহিত

দেব+আলয় = দেবালায়

সিংহ+আসন = সিংহাসন

রত্ন+আকর = রত্নাকর

আশা+অতীত = আশাতীত

কথা+অমৃত = কথামৃত

মহা+অর্ঘ = মহার্ঘ

ঘিরি+ইন্দ্র = গিরীন্দ্র

হিত+ঐষী = হিতষী

ক্ষুদা+ঋত = ক্ষুধার্ত

রাজা+ঋষি = রাজর্ষি

সপ্ত+ঋষি= সপ্তর্ষি

উত্তম+ঋণ = উত্তমর্ণ

প্রশ্ন+উত্তর = প্রশ্নোত্তর

পর+উপকার = পরোপকার

হিত+উপদেশ = হিতোপদেশ

যথা+উপযুক্ত = যথোপযুক্ত

মহা+উৎসব = মহোৎসব

নর+ইন্দ্র = নরেন্দ্র

নীল+উৎপল = নীলোৎপল

রম+ঈশ = রমেশ

নর+ঈশ = নরেশ

স্ব+ইচ্ছা = সেচ্ছা

পূর্ণ+ইন্দু = পূর্ণেন্দু

সদা+আনন্দ = সদানন্দ

মহা+আসয় = মহাশয়

কারা+আগার = কারাগার

প্রতি+ছবি = প্রতিচ্ছবি

প্র+ছদ = প্রচ্ছদ

অঙ্গ+ছেদ = অঙ্গচ্ছেদ

বি+ছিন্ন = বিছিন্ন

পরি+ছেদ = পরিচ্ছেদ

বি+ছেদ = বিচ্ছেদ

ক্ষিতী+ঈশ = ক্ষিতিশ

মহী+ঈন্দ্র = মহীন্দ্র

পৃথ্বি+ঈশ = পৃথ্বীশ

অতি+ইব = অতীব

প্রতি+ঈক্ষা = প্রতীক্ষা

রবি+ঈন্দ্র = রবীন্দ্র

দিল্লি+ঈশ্বর = দিল্লীশ্বর

প্রতি+অহ = প্রত্যহ

অতি+অধিক = অত্যধিক

গতি+অন্তর =গত্যন্তর

আদি+অন্ত = আদ্যন্ত

প্রতি+আবর্তন = প্রত্যাবর্তন

প্রতি+আশা = প্রত্যাশা

যদি+অপি = যদ্যপি

পর+যন্ত = পর্যন্ত

অগ্নি+উৎপাত = অগ্নুৎপাত

অতি+আশ্চর্য = অত্যাশ্চর্য

প্রতি+উপকার = প্রত্যুপকার

অনু+অয় = অন্বয়

মনু+অন্তর =  মন্বন্তর

তত+অন্ত =  তদন্ত

সৎ+আনন্দ = সদানন্দ

সৎ+উপায় = সদুপায়

মুখ+ছবি = মুখচ্ছবি

সম্+মান = সম্মান

সম্+ধান = সন্ধান

সম্+কীর্ণ =  সংকীর্ণ

সম্+গঠন = সংগঠন

সম্+গীত = সংগীত

সম্+ঘাত = সংঘাত

বারম্+বার = বারংবার

উৎ+হৃত =  উদ্ধৃত

উৎ+হত = উদ্ধত

উৎ+লেখ = উল্লেখ

উৎ+লিখিত = উল্লিখিত

উৎ+লেখ্য = উল্লেখ্য

উৎ+দম = উদ্যম

উৎ+ভব = উদ্ভব

বৃক্ষ+ছায়া = বৃক্ষছায়া

স্ব+ছন্দে = স্বচ্ছন্দে

অনু+ছেদ = অনুচ্ছেদ

উৎ+চারণ = উচ্চারণ

শরৎ+চন্দ্র = শরচ্ছন্দ্র

সৎ+চরিত্র = সচ্চরিত্র

তদ+ছবি = তচ্ছবি

তদ+জন্য = তজ্জন্য

যাবত+জীবন = যাবজ্জীবন

উৎ+শৃঙ্খল = উচ্ছৃঙ্খল

আব:+কার = আবিষ্কার

ভা:+কর = ভাস্কর

বাচ:+পতি = বাচস্পতি

চতু:+কোন = চতুষ্কোন

কিম্+বা = কিংবা

সম্+বরণ = সংবরণ

সম্+যোগ = সংযোগ

সম্+যোজন = সংযোজন

সম্+শোধন = সংশোধন

সর্বম্+সহা = সর্বংসহা

স্বয়ম্+বরা = স্বয়ংবরা

তদ্+পর = তৎপর

সম্+কৃতি = সংস্কৃতি

পরি+কৃত = পরিষ্কৃত

পুন:+জন্ম = পুনর্জন্ম

পুন:+বার = পুনর্বার

অন্ত:+ভুক্ত = অন্তভুক্ত

অন্ত:+বর্তী = অন্তবর্তী

প্রাদু:+ভাব = প্রাদুর্ভাব

নি:+জন = নির্জন

দু:+লোভ = দুর্লোভ

দুর:+অন্ত = দুরন্ত

পুর:+কার = পুরস্কার

তির:+কার = তিরস্কার

চতু:+পদ = চতুষ্পদ

নি:+পাপ = নিষ্পাপ

বহি:+কৃত = বহিষ্কৃত

দ:+কৃতি = দুষ্কুতি

আরো কিছু গুরুত্বপূর্ণ  সন্ধি বিচ্ছেদ যে গুলো বিভিন্ন পরীক্ষায় একাদিক বার এসেছিল

  1. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
  2. নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নৌ + ইক
  3. সন্ধির প্রধান সুবিধা কী?
    • উচ্চারণের সুবিধা
  4. সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + কার
  5. দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিব্ + লোক
  6. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
    • আশ্চর্য
  7. লবণ  শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • লো + অন
  8. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
    • পর + পর = পরস্পর
  9. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
    • স্বরসন্ধি
  10. প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • প্রতি + ঊষ
  11. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তি
  12. সন্ধির প্রধান উদ্দেশ্য –
    • স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
  13. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  14. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  15. গায়ক – এর সন্ধি কোনটি?
    •  গৈ + অক
  16. তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  17. অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অতি + অন্ত
  18. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  19. বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  20. ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষষ + থ
  21. পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
    • পরি + ঈক্ষা
  22. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
    • উপর্যুক্ত
  23. সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + চয়
  24. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    •  নিঃ + কর
  25. পূর্ণেন্দু কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  26. সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
    • সম্ + ধি
  27. কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
    • কৃষ্ + তি
  28. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  29. তৎসম সন্ধি কয় প্রকার?
    • তিন
  30. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  31. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
    • অহঃ + অহ
  32. পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • পরি + অন্ত
  33. শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
    • শীত + ঋত
  34. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
    • গো + পদ
  35. কোনটি বিসর্গ সন্ধি?
    • ততোধিক
  36. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
    • ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
  37. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  38. শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  39. সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • সম্ + বাদ
  40. দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিক্ + অন্ত
  41. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • মনস + ঈষা
  42. মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
    • তৎসম স্বরসন্ধি
  43. পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
    • পশ্বাধম
  44. গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • গো + এষণা
  45. অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • অনু + এষণ
  46. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
    • ধ্বনিতত্ত্ব
  47. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
    • দু ভাগে
  48. জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • জন + এক
  49. রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • রবি + ইন্দ্র
  50. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
    • ব্যঞ্জনসন্ধি
  51. বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বিদ্যা + আলয়
  52. অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + নিশা
  53. দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • দুঃ + যোগ
  54. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
    • দুই
  55. ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষট্ + দশ
  56. মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
    • স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  57. স্বাগত  শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সু + আগত
  58. শীতার্ত শব্দটির   সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  59. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  60. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + অহ
  61. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  62. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  63. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  64. তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  65. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  66. বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  67. নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  68. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তি
  69. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
    • নিপাতনে সিদ্ধ সন্ধি
  70. নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নৌ + ইক
  71. সন্ধির প্রধান সুবিধা কী?
    • উচ্চারণের সুবিধা
  72. সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + কার
  73. দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিব্ + লোক
  74. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
    • আশ্চর্য
  75. লবণ  শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • লো + অন
  76. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
    • পর + পর = পরস্পর
  77. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
    • স্বরসন্ধি
  78. প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • প্রতি + ঊষ
  79. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তি
  80. সন্ধির প্রধান উদ্দেশ্য –
    • স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
  81. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  82. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  83. গায়ক – এর সন্ধি কোনটি?
    •  গৈ + অক
  84. তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  85. অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অতি + অন্ত
  86. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  87. বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  88. ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষষ + থ
  89. পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
    • পরি + ঈক্ষা
  90. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
    • উপর্যুক্ত
  91. সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + চয়
  92. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    •  নিঃ + কর
  93. পূর্ণেন্দু কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  94. সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
    • সম্ + ধি
  95. কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
    • কৃষ্ + তি
  96. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  97. তৎসম সন্ধি কয় প্রকার?
    • তিন
  98. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  99. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
    • অহঃ + অহ
  100. পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • পরি + অন্ত
  101. শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
    • শীত + ঋত
  102. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
    • গো + পদ
  103. কোনটি বিসর্গ সন্ধি?
    • ততোধিক
  104. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
    • ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
  105. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  106. শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  107. সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • সম্ + বাদ
  108. দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিক্ + অন্ত
  109. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • মনস + ঈষা
  110. মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
    • তৎসম স্বরসন্ধি
  111. পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
    • পশ্বাধম
  112. গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • গো + এষণা
  113. অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • অনু + এষণ
  114. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
    • ধ্বনিতত্ত্ব
  115. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
    • দু ভাগে
  116. জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • জন + এক
  117. রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • রবি + ইন্দ্র
  118. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
    • ব্যঞ্জনসন্ধি
  119. বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বিদ্যা + আলয়
  120. অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + নিশা
  121. দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • দুঃ + যোগ
  122. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
    • দুই
  123. ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষট্ + দশ
  124. মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
    • স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  125. স্বাগত  শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সু + আগত
  126. শীতার্ত শব্দটির   সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  127. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  128. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + অহ
  129. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  130. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  131. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  132. তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  133. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  134. বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  135. নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  136. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তিযে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
    • নিপাতনে সিদ্ধ সন্ধি
  137. নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নৌ + ইক
  138. সন্ধির প্রধান সুবিধা কী?
    • উচ্চারণের সুবিধা
  139. সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + কার
  140. দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিব্ + লোক
  141. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
    • আশ্চর্য
  142. লবণ  শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • লো + অন
  143. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
    • পর + পর = পরস্পর
  144. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
    • স্বরসন্ধি
  145. প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • প্রতি + ঊষ
  146. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তি
  147. সন্ধির প্রধান উদ্দেশ্য –
    • স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
  148. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  149. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  150. গায়ক – এর সন্ধি কোনটি?
    •  গৈ + অক
  151. তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  152. অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অতি + অন্ত
  153. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  154. বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  155. ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষষ + থ
  156. পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
    • পরি + ঈক্ষা
  157. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
    • উপর্যুক্ত
  158. সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + চয়
  159. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    •  নিঃ + কর
  160. পূর্ণেন্দু কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  161. সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
    • সম্ + ধি
  162. কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
    • কৃষ্ + তি
  163. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  164. তৎসম সন্ধি কয় প্রকার?
    • তিন
  165. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  166. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
    • অহঃ + অহ
  167. পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • পরি + অন্ত
  168. শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
    • শীত + ঋত
  169. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
    • গো + পদ
  170. কোনটি বিসর্গ সন্ধি?
    • ততোধিক
  171. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
    • ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
  172. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  173. শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  174. সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • সম্ + বাদ
  175. দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিক্ + অন্ত
  176. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • মনস + ঈষা
  177. মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
    • তৎসম স্বরসন্ধি
  178. পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
    • পশ্বাধম
  179. গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • গো + এষণা
  180. অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • অনু + এষণ
  181. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
    • ধ্বনিতত্ত্ব
  182. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
    • দু ভাগে
  183. জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • জন + এক
  184. রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • রবি + ইন্দ্র
  185. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
    • ব্যঞ্জনসন্ধি
  186. বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বিদ্যা + আলয়
  187. অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + নিশা
  188. দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • দুঃ + যোগ
  189. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
    • দুই
  190. ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষট্ + দশ
  191. মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
    • স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  192. স্বাগত  শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সু + আগত
  193. শীতার্ত শব্দটির   সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  194. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  195. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + অহ
  196. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  197. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  198. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  199. তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  200. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  201. বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  202. নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  203. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তি
  204. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
    • নিপাতনে সিদ্ধ সন্ধি
  205. নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নৌ + ইক
  206. সন্ধির প্রধান সুবিধা কী?
    • উচ্চারণের সুবিধা
  207. সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + কার
  208. দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিব্ + লোক
  209. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
    • আশ্চর্য
  210. লবণ  শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • লো + অন
  211. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
    • পর + পর = পরস্পর
  212. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
    • স্বরসন্ধি
  213. প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • প্রতি + ঊষ
  214. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তি
  215. সন্ধির প্রধান উদ্দেশ্য –
    • স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
  216. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  217. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  218. গায়ক – এর সন্ধি কোনটি?
    •  গৈ + অক
  219. তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  220. অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অতি + অন্ত
  221. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  222. বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  223. ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষষ + থ
  224. পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
    • পরি + ঈক্ষা
  225. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
    • উপর্যুক্ত
  226. সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সম্ + চয়
  227. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    •  নিঃ + কর
  228. পূর্ণেন্দু কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  229. সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
    • সম্ + ধি
  230. কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
    • কৃষ্ + তি
  231. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  232. তৎসম সন্ধি কয় প্রকার?
    • তিন
  233. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  234. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
    • অহঃ + অহ
  235. পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • পরি + অন্ত
  236. শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
    • শীত + ঋত
  237. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
    • গো + পদ
  238. কোনটি বিসর্গ সন্ধি?
    • ততোধিক
  239. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
    • ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
  240. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  241. শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  242. সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
    • সম্ + বাদ
  243. দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • দিক্ + অন্ত
  244. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • মনস + ঈষা
  245. মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
    • তৎসম স্বরসন্ধি
  246. পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
    • পশ্বাধম
  247. গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • গো + এষণা
  248. অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • অনু + এষণ
  249. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
    • ধ্বনিতত্ত্ব
  250. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
    • দু ভাগে
  251. জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
    • জন + এক
  252. রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • রবি + ইন্দ্র
  253. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
    • ব্যঞ্জনসন্ধি
  254. বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বিদ্যা + আলয়
  255. অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + নিশা
  256. দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • দুঃ + যোগ
  257. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
    • দুই
  258. ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • ষট্ + দশ
  259. মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
    • স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
  260. স্বাগত  শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সু + আগত
  261. শীতার্ত শব্দটির   সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • শীত + ঋত
  262. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
    • ব্যঞ্জনসন্ধির
  263. অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অহঃ + অহ
  264. নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  265. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
    • কুলটা
  266. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
    • সংস্কার/পরিষ্কার
  267. তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
    • তনু + ঈ
  268. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
    • দিগন্ত
  269. বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বন + পতি
  270. নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • নিঃ + কর
  271. বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • বৃষ্ + তি
  272. অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
    • স্বরসন্ধি
  273. গায়ক – এর সন্ধি কোনটি?
    • গৈ + অক
  274. অত্যন্ত” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • অতি + অন্ত
  275. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
    • স্বরসন্ধি
  276. প্রত্যূষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • প্রতি + ঊষ
  277. গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
    • গো + পদ
  278. তদবধি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • তৎ + অবধি
  279. পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • পরি + অন্ত
  280. দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
    • দুঃ + যোগ
  281. রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
    • রবি + ইন্দ্র
  282. মতৈক্য শব্দের  সন্ধিবিচ্ছেদকোনটি?
    • মত + ঐক্য
  283. স্বাগত শব্দের   সন্ধি বিচ্ছেদ কোনটি?
    • সু + আগত
Share this

4 thoughts on “সন্ধি বিচ্ছেদ”

  1. সন্ধি বিচ্ছেদ means that we have to join something supposed বৃক্ষছায়া=বৃক্ষ+ছায়া

      1. কোনো একটা ছেলে এবং মেয়ে তাদের বয়ঃসন্ধি কলে তারা দুজনে বিয়ের আগেই সন্ধিতে লিপ্ত হল তখন তাকে পাপিষ্ট সন্ধি বলে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *