সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৩ জুলাই, ১৮৮০ খ্রিষ্টাব্দে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম সাহিত্যিক, যিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে কারাদণ্ড ভোগ করেন।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কাব্য গ্রন্থসমূহ
অনল প্রবাহ | স্পেন বিজয় কাব্য |
‘আকাঙ্ক্ষা | উদ্বোধন |
উচ্ছ্বাস | নব উদ্দীপনা |
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস
রায়নন্দিনী | তারা-বাঈ |
জাহানারা | নূরউদ্দিন, ফিরোজা বেগম |
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর প্রবন্ধ
স্বজাতি প্রেম | তুর্কি নারী জীবন |
সুচিন্তা | স্পেনীয় মুসলমান সভ্যতা |
আদব কায়দা শিক্ষা | মহানগরী কর্ডোভা |
ভ্রমণকাহিনী: তুরস্ক ভ্রমণ
সঙ্গীত গ্রন্থ: ‘সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি
আরো পড়ুন:- স্বর্ণকুমারী দেবী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘স্পেন বিজয় কাব্যে’র রচয়িতা কে? (শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও
পরিবার কল্যাণ কর্মকর্তা: ০৯)
(ক) গোলাম মোস্তফা
(খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) শামসুদ্দিন আবুল কালাম
উত্তর:- (খ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্ন:-২। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক: ১১)
(ক) রাজশাহী
(খ) রংপুর
(গ) সিরাজগঞ্জ
(ঘ) কুষ্টিয়া
উত্তর:- (গ) সিরাজগঞ্জ
প্রশ্ন:-৩। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন- (আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৬]
(ক) ১৮৯৯
(খ) ১৮৮০
(গ) ১৮৮১
(ঘ) ১৮৮২
উত্তর:- (খ) ১৮৮০
প্রশ্ন:-৪। ‘রায়নন্দিনী’ কার রচনা? (ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক: ০৬)
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ইসমাইল হোসেন সিরাজী
(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর:-(খ) ইসমাইল হোসেন সিরাজী
প্রশ্ন:-৫। ‘অনল প্রবাহ’ রচনা করেন কে? [১৩তম বিসিএস, ২৯তম বিসিএস]
(ক) ইসমাইল হোসেন সিরাজী
(খ) মোজাম্মেল হক
(গ) এয়াকুব আলী চৌধুরী
(ঘ) মুনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তর:- (ক) ইসমাইল হোসেন সিরাজী