ইংরেজি সঠিক উচ্চারণের কৌশল

ইংরেজি উচ্চারণ কৌশল

জানতে পারবে, ইংরেজি উচ্চারণ কৌশল, ইংরেজি উচ্চারণ শেখার কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম এবং ইংরেজি বিভিন্ন শব্দের উচ্চারণের সঠিক নিয়ম।

নিয়ম:-১

শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন”K এর উচ্চারণ হবে না।
যেমন:-

Knowledge (নলেজ) = জ্ঞান
Knee (নী) = হাটু।

নিয়ম:-২

কোন শব্দের শেষে e থাকলে e এর উচ্চারণ হয় না।
যেমন:

Fake (ফেইক) = ভূয়া
Take (ঠেইক) = নেওয়া

নিয়ম:-৩

W এর পরে h/r থাকলে “w”  এর উচ্চারণ হয় না।

যেমন:-
Write (রাইট) = লেখা
Who (হু) = কে, Wrong (রং) = ভুল

নিয়ম:- ৪

Word এর শেষে (I G N) থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G এর উচ্চারণ হয় না।

যেমন:-

Design (ডিজাইন) = আকা
Reign (রেইন) – রাজত্ব

নিয়ম:- ৫

igh এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ হয় “আই”।

যেমন:-

Sight (সাইট) = দৃশ্য
Night (নাইট) = রাত্র

নিয়ম:-৬

কোন শব্দে ear এভাবে থাকে তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হয়।

Bear (বিয়্যার) = বহন করা, Dear (ডিয়্যার) = প্রিয়।

নিয়ম:- ৭

Consonant+ EA+ consonant (R ছাড়া) ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ এর মত হবে।

যেমন:-

Tread (ট্রেড) = পদদলিত করা

Feather (ফেদার) = পালক

নিয়ম:- ৮

শব্দে stl এর উচ্চারণ হয় “সল্” এখানে T উচ্চারণ হয় না।

যেমন:-

Nestle (নেসলে) = বাসা বাঁধা
Bustle (বাসল্) = অতিশয় কর্ম ব্যস্ততা

নিয়ম:- ৯

শব্দে OA+ R থাকলে, OA এর উচ্চারণ হয়  “অ্য” এর মত।
যেমন:-

Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ
Road (রোড) – রাস্তা
Boat (বোট) – নৌকা

নিয়ম:- ১০

UI+ consonant+ A/E/O এভাবে শব্দ গঠিত হলে  UI এর উচ্চারণ হয় “আই” এর মত

যেমন:-
Guide (গাইড) – পথ প্রদর্শক।

নিয়ম:- ১১

EE+ consonant (R ব্যতিত) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।

যেমন:-

Steel (স্টীল) – ইস্পাত
Need (নীড) – প্রয়োজন

নিয়ম:-১২

শব্দে C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” এর মত উচ্চারিত হবে।

যেমন:-

Circle (সার্কেল) = বৃত্ত
Center (সেন্টার) = কেন্দ্র
Cyclone (সাইক্লোন) = ঘূর্ণিঝড়

নিয়ম:- ১৩

শব্দে Consonant এর পর bt এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” এর উচ্চারণ হয় না।

যেমন:-

Debt (ডেট) = ঋণ
Doubt (ডাউট) = সন্দেহ

নিয়ম:- ১৪

LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবে “ক” এবং “L” এর উচ্চারণ হবে না।

যেমন:-

Walk (ওয়াক) = হাটা
Talk (টক) = আলাপ।

নিয়ম:- ১৫

শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ “ক” এর মত হবে।

যেমন:-
Accuse (এ্যাকিউজ) = অভিযুক্ত করা

নিয়ম:- ১৬

কোন শব্দে “T” থাকলে “T” এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।

যেমন:-
Lecture (লেকচার) = বক্তৃতা
Furniture (ফার্নিচার) = আসবাবপত্র
Century (সেঞ্চুরী) = শতক

নিয়ম:- ১৭

I O এর উচ্চারণ “আইয়” হয়।

যেমন:-
Biology (বাইয়োলজি) = জীব বিদ্যা
Violet (ভাইয়লেইট) = বেগুনী রঙ

নিয়ম:- ১৮

EA+ R+ consonant এভাবে শব্দ গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।

যেমন:-

Earn (আর্ন) = আয় করা
Earth (আর্থ) = পৃথিবী

নিয়ম:- ১৯

P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P এর উচ্চারণ হয় না।

যেমন:-
Psycho (সাইকো) = মন

Psyche (সাইকি) = আত্মা

নিয়ম:- ২০

শব্দে শেষে tch থাকলে এর উচ্চারণ “চ” এর মত হয়।
যেমন:-

Match (ম্যাচ) =  ক্রীড়া প্রতিযোগিতা Batch (ব্যাচ) = ক্ষুদ্রদল
Scratch (স্ক্র্যাচ) = আচঁড়ের দাগ

নিয়ম:- ২১

শব্দে OE এর উচ্চারণ হয় “ঈ” এর মত।
Amoeba (এ্যামিবা) = এক কোষী প্রাণী

নিয়ম:- ২২

শব্দের মধ্যে E+ R ছাড়া অন্য Consonant ব্যবহৃত হলে “E” এর উচ্চারণ  “এ” বা “ই” হয়।

যেমন:-
Comment (কমেন্ট) = মন্তব্য, Rent (রেন্ট) = ভাড়া

নিয়ম:- ২৩

R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ “চ” হয়।

যেমন:-

Branch (ব্রাঞ্চ) = শাখা
Approach (অ্যাপ্রোচ) = অভিগমন

নিয়ম:- ২৪

Y  একটি সিলিভল শব্দে “আই” এর মত উচ্চারিত হয়।

যেমন:-

Buy (বাই) = ক্রয় করা
Fly (ফ্লাই) = উড়া

নিয়ম:- ২৫

Word এর শেষে mn এর পরে কোন vowel না থাকলে এবং mn পরপর থাকলে N এর উচ্চারণ হয় না।

যেমন:-
Condemn (কনডেম) = দোষারোপ করা।

নিয়ম:- ২৬

Word এর শেষে que এর উচ্চারণ “ক” এর মহ হয়।

যেমন:-
Cheque (চেক) = কিস্তি

নিয়ম:- ২৭

KN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়।

যেমন:-

Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) = স্বীকৃতি
Agnostic (এ্যাগনষ্টিক) = অজ্ঞেয়

নিয়ম:- ২৮

কোন শব্দে U এর পর consonant+ vowel+… থাকলে U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।

যেমন

Tube (টিউব) = নল
Mute (মিউট) =  স্তব্ধ

আরো জানুন

ছয় ঋতুর নাম ইংরেজিতে

Share this

1 thought on “ইংরেজি উচ্চারণ কৌশল”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *