ইতালি ভাষা শেখার সহজ উপায়
ইতালিয়ান ভাষায় বর্ণমালা
ইংরেজি ভাষায় যেমন ২৬ টি বর্ণ রয়েছে তেমনি ইতালিয়ান ভাষায়ও মোট ২১ টি বর্ণ রয়েছে যার মধ্যে ৫ টি Vowel বা Vocali যাকে বাংলায় আমরা স্বরবর্ণ বলে থাকি এবং বাকী ১৬ টি Consonant বা Consonanti যাকে বাংলায় আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকি ।
ইংরেজি ভাষার মতো A, E, I, O, U এই ৫ টি হচ্ছে Vowel বা Vocali যাকে বাংলায় আমরা স্বরবর্ণ বলে থাকি ।
A = আ / া /য়া = Amico = বন্ধু, Acqua= পানি, Aquila=চিল
E = এ /ে/ য়ে = Elefante= হাতী, Esito = ফলাফল, Emesso=জারী
I = ই /ি/ য়ি = Idea = ধারণা, Intelligente= বুদ্ধিমান, Insegnante Ideat, Intelligente,
O = অ / য় / ো = Olio= তেল, Olive= জলপাই, Occupato = ব্যস্তI
U = উ/ও/ু = Uova = ডিম, Uva = আঙ্গুর, Uguale = সমান
যদি কোন শব্দের শুরুতে A, E, I, O, U থাকে তাহলে তাদের উচ্চারণ লিখার সময় আ,এ,ই,অ,উ/ও এর মত হবে ।
যদি কোন শব্দের মাঝে A, E, I, O, U থাকে তাহলে তাদের উচ্চারণ লিখার সময় ।, ,ে ,ি ু, এর মত হবে ।
বিদেশী ভাষার (ইংরেজি বা অন্য ভাষা থেকে আগত) বর্ণ ইতালিয়ান ভাষায় J, K, W, X, Y এই ৫ টি বর্ণ খুব কম ব্যবহার করা হয় । এই বর্ণগুলিকে বিদেশী ভাষার (ইংরেজি থেকে আগত) বর্ণ হিসেবে ধার করা হয় ।
এই শব্দগুলোর বাংলায় উচ্চারণ নিচে যেভাবে দেওয়া হয়েছে তা শুধুমাত্র ধারণা দেওয়ার উদ্দেশ্যে । এই বর্ণগুলো আরো অনেকভাবে উচ্চারিত হতে পারে ।
J = ই-লুঙ্গা / জেই (ই/জ) Jersy (জার্সি), Juventos (ইয়োভেনতস), Jacopo (ইয়াকপো )
K = কাপ্পা ( ক ) FreeKilogramma (কিলোগ্ৰাম্মা), Kilometre (কিলোমিত্ৰে)
W = দপ্পিয়া ভু ( ভ / ওয়ি) = Wifi (ওয়িফি), WWW (ভুভুভু)
X = ইক্স (ক্স)=Box (বক্স ), Taxi (তাক্সি)
Y = ইপছিলন (ই,ইয়ো/ইয়া) Polly (পল্লি ), Yogurt (ইয়গুরত)
১৬ টি হচ্ছে Consonant বা Consonanti যাকে বাংলায় আমরা ব্যঞ্জন বর্ণ বলে থাকি ( B, C, D, F, G, H, L, M, N, P, Q, R, S, T, V, Z) ।
ব্যঞ্জন বর্ণের উচ্চারণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে গঠিত শব্দ
ব্যঞ্জন বর্ণ | গঠিত শব্দ |
B = বি ( ব / ভ ) | Banana = কলা, Bella= সুন্দরী, Bocca=মুখ |
C=চি (চ / ক ) | Casa = বাড়ি, Cocco= নারিকেল, Carta =কাগজ |
D =দি (দ / ধ) | Dottore= ডাক্তার, Dita = আঙ্গুল, Debole=দুর্বল |
F = এফে ( ফ ) | Farfalla= প্রজাপতি, Fiore= ফুল, Fuori= বাহিরে |
G =জি (জ / গ ) | Gatto= বিড়াল, Giovane= যুবক, Gemelli= যমজ |
H = আক্কা (অ/আ) | Hotel= হোটেল,Hamburger= হামবুর্গার, |
L = এলে ( ল ) | Leone= সিংহ, Luce= আলো, Lampada= বাতি |
M = এমে ( ম ) | Mela= আপেল, Mango = আম, Meta= অর্ধেক |
N = এনে (ন / ণ) | Nuovo= নতুন, Neve= তুষার, Nebbia= কুয়াশা, |
P =পি ( প/ফ ) | Penna= কলম, Pieno= পরিপূর্ণ, Pacco=প্যাকেট |
Q=কু ( ক ) | Quadro=পেইনটিং, চিত্র, Quale= কোনটা, Quanti=কতগুলি |
R = এরে ( র ) | Rosso= লাল, Rotto = ভাঙ্গা, Ruota= চাকা |
S = এসে (স,ছ,জ,য) | Soldi= অর্থ/ টাকা, Sacco= বস্তা, Sera=বিকেল / শন্ধ্যা |
T=তি ( ত ) | Tavolo= টেবিল, Tetto= ছাদ, Tanto= অনেক |
V = ভু (ভ ) | Vero= সত্যি, Veleno= বিষ, Vento = বাতাস |
Z= যেতা (ছ / য ) | Zaino= ব্যাগ, Zio = চাচা, Zuppa = স্যুপ |
ইতালিয়ান ভাষায় ১২ মাসের নাম
ইতালিয়ান ভাষায় | ইংরেজি |
GENNAIO ( জেন্নাইয় ) | জানুয়ারি |
FEBBRAIO (ফেব্রাইয় ) | ফেব্রুয়ারি |
MARZO (মারছো ) | মার্চ |
APRILE (আপ্রিলে ) | এপ্রিল |
MAGGIO (মাজ্জো ) | মে |
GIUGNO (জুন্নিয় ) | জুন |
LUGLIO ( লুল্লিয় ) | জুলাই |
AGOSTO ( আগস্ত ) | আগস্ট |
SETTEMBRE (সেত্তেমব্রে ) | সেপ্টেম্বর |
OTTOBRE (অত্তোব্রে ) | অক্টবর |
NOVEMBRE (নভেমব্রে ) | নভেম্বর |
DICEMBRE (দিচেমব্রে) | ডিসেম্বর |
ইতালিতে কয় ঋতু ও কী কী
ইতালিতে ১২ মাসকে চারটি ঋতুতে ভাগ করা হয়েছে। নিচে চারটি ঋতুর নাম উল্লেখ করা হলো।
ঋতুর নাম | বাংলায় |
INVERNO (ইনভেরনো) | শীতকাল |
PRIMAVERA (প্রিমাভেরা) | বসন্তকাল |
ESTATE (এসতাতে) | গ্রীষ্মকাল |
AUTONNO (আউতন্ন) | শরৎকালI |
ইতালিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে INVERNO মানে শীতকাল
ইতালিতে এপ্রিল, মে, জুন হচ্ছে PRIMAVERA মানে বসন্তকাল
ইতালিতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হচ্ছে ESTATE মানে গ্রীষ্মকাল
ইতালিতে অক্টবর, নভেম্বর, ডিসেম্বর হচ্ছে AUTONNO মানে শরৎকাল
ইতালিয়ান ভাষায় নাম্বর বা সংখ্যা
One digit number
ইংরেজি | ইতালিয়ান ভাষায় |
0 | Zero |
1 | Uno |
2 | Due |
3 | Tre |
4 | Quattro |
5 | Cinque |
6 | Sei |
7 | Sette |
8 | Otto |
9 | Nove |
Two Digit Numbers
11 | Undici |
12 | Dodici |
13 | Tredici |
14 | Quattordici |
15 | Quindici |
16 | Sedici |
17 | Diciassette |
18 | Diciotto taby |
19 | Diciannove |
Two digit numbers with zero
10 | Dieci |
20 | Venti |
30 | Trenta |
40 | Quaranta |
50 | Cinquanta |
60 | Sessanta |
70 | Settanta |
80 | Ottanta |
90 | Novanta |
অন্যান্য যে নাম্বারগুলো আছে সেগুলো যদি “Regular ” Two Digit Numbers, হয় তাহলে সেগুলোর জন্য “Two Digit Numbers With Zero” এর শেষে One Digit Numbers দিলে হয়ে যায় । যেমন
20 + 5 = Venticinque (25)
40 + 7 = quarantasette (47)
60 + 9 = sessantanove ( 69 )
70 + 4 = settantaquattro ( 74 )
নোট- দুইটি সংখ্যা বা numbers ONE (1)এবং EIGHT (8) (start with a vowel) মানে vowel বা স্বরবর্ণ দিয়ে শুরু হয়, এদেরকে “two digit numbers withzero” (which all END with a vowel), যাদের শেষের বর্ণটি vowel বা স্বরবর্ণ এর সাথে যোগ করার সময় লিখার বেলায় এবং উচ্চারণ এর বেলায় two digit numbers এর শেষের বর্ণটি লিখা যাবেনা বা উচ্চারণ করা যাবে না । যেমন
20 + 1 = ventuno ( 21 )
30 + 8 = trentotto (38)
60 + 1 = sessantuno (61)
ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্ত্বপূর্ণ শব্দের অর্থ
Giocatore= খেলোয়ার | Giovane= যুবক |
Giocattolo= খেলনা | Gara=প্রতিযোগীতা |
Grattare= ঘষা / চুলকানো | Giusto= সঠিক |
Grave= বড় কোন সমস্যা | Gatto= বিড়াল |
Giornale= পত্রিকা | Gomma= আঠা |
Guasto= নষ্ট. | Geloso= হিংসুটে |
Gallo= মোরগ | Gonna= স্কার্ট |
Giorno= দিন | Gentile= দয়ালু / ভদ্র |
Guerra= যুদ্ধ | Grande= বড় |
Gamba= পা | Grasso= চর্বি |
Gioco = খেলা | Guidare= কোন কিছু চালানো |
Giardiniere= বাগানের মালি | Giornaliero= দৈনিক |
Giudicare=বিচার করা | Gallina= মুরগী |
ইতালিয়ান ভাষায় লিঙ্গ (Gender)
ইতালিয়ান ভাষায় শব্দগুলিকে Maschile (পুংলিঙ্গ ) এবং Feminile (স্ত্রীলিঙ্গ) তে ভাগ করা হয়েছে।
Regolar Word এর বেলায় ওয়ার্ড দেখে বলে দেওয়া যায় কোনটা Maschile এবং কোনটা Feminile
Maschile : যদি কোন শব্দের শেষে ( 0 ) থাকে তাহলে তা Maschile এক বচন এবং যদি কোন শব্দের শেষে ( i ) থাকে তবে তা Maschile Plurale বহুবচন হয় ।
Feminile : যদি কোন শব্দের শেষে ( A ) থাকে তাহলে তা Feminile singolare এক বচন হয় এবং যদি কোন শব্দের শেষে ( E ) থাকে তবে তা Feminile plurale বহুবচন হয়।
Maschile (0)
Tavolo= তাভোলো ( টেবিল )=Libro = লিবরো ( বই )
Feminile
( A ) Matita মাতিতা ( পেনছিল ) Casa= কাযা ( বাড়ি )
কোন শব্দকে এক বচন থেকে বহুবচন করতে Maschile এর বেলায় শব্দের শেষের (০) এর পরিবর্তে (i) বসাতে হয় এবং Feminile এর বেলায় শব্দের শেষের (A) এর পরিবর্তে (E)বসাতে হয়।
Maschile (i)
Tavoli তাভোলি (অনেকগুলো টেবিল)
লিবরি (অনেকগুলো বই )
Feminile (E )
Matite= মাতিতে (অনেকগুলো পেনছিল )
Case= কাযে (অনেকগুলো বাড়ি )
তবে এর ব্যতিক্রম ও রয়েছে যাদেরকে আমরা Special Word বা Irregular Word বলে থাকি ।
আরো পড়ুন:- ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা