ইন্টারনেট
ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এটি অসংখ্য ছোট বা বড় নেটওয়ার্কের সংযোগ তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
এজন্যই international Network এর সংক্ষিপ্ত রুপই হচ্ছে internet.
ইন্টারনেটের যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। ১৯৬৯ সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে ARPANET ( Research Projects Agency Network) দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
প্রথমিক অবস্থায় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের জন্য এ নেটওয়ার্ক ব্যবহার উন্মুক্ত ছিল।
১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি প্রতিষ্ঠিত হয় যাকে সংক্ষেপে বলে (ISOC) এবং ১৯৯৪ সালে Internet শব্দটি ব্যবহার হয়ে ব্যাপক ভাবে পরিচিতি লাভ করে।
বর্তমান সময়ে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে।
ইন্টারনেট ব্যবহারকারীর শীর্ষে রয়েছে চীন। দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট। তৃতীয় স্থানে আছে ভারত। তালিকার ২৭ তম স্থানে আছে আমাদের বাংলাদেশ।
ইন্টারনেট কাকে বলে
টেলিযোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট।
ইন্টারনেট আবিষ্কার করেন কে
ইন্টারনেট আবিষ্কার করেন- ভিনটন জি কার্ফ।
ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়
ইন্টারনেট আবিষ্কার হয়- ১৯৬৯ সালে।
বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে
বাংলাদেমে প্রথম ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে
আরো পড়ুন
কম্পিউটারের জনক এবং আধুনিক কম্পিউটারের জনক