ইমদাদুল হক মিলন এর উপন্যাস

ইমদাদুল হক মিলন

ইমদাদুল হক মিলন ৮ সেপ্টেম্বর, ১৯৫৫ সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন  একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও নাট্যকার।

পুরস্কার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- (১৯৯২)পূরবী পদক- (১৯৯৩)
বিজয় পদক (১৯৯৪)একুশে পদক (২০১৯)

ইমদাদুল হক মিলন এর উপন্যাস

‘যাবজ্জীবন’ (১৯৭৬)‘কালোঘোড়া’ (১৯৯১)
‘নূরজাহান’ (১৯৯৫)‘দুঃখ কষ্ট’ (১৯৮২)
‘ও রাধা ও কৃষ্ণ’ (১৯৮২)‘এক দেশ’ (১৯৮৩)
‘প্রিয় নারী জাতি’ (১৯৮৪)‘ভূমিপুত্র’ (১৯৮৫)
‘পরবাস’ (১৯৮৭)‘নায়ক’ (১৯৮৮)
‘সারাবেলা’ (১৯৮৮)‘রূপনগর’ (১৯৮৮)
‘কথা ছিলো’ (১৯৮৮)‘দুজনে’ (১৯৮৮)
‘রাজাকারতন্ত্র’ (১৯৮৯)‘বালকের অভিমান’ (১৯৮৯)
‘বন মানুষ’ (১৯৮৯)‘স্বপ্ন’ (১৯৮৯)
‘মহাযুদ্ধ’ (১৯৮৯)‘কোন কাননের ফুল’ (১৯৯০)
‘সুদূরতমা’ (১৯৯১)‘আশায় আশায় থাকি (১৯৯২)
‘বাঁকা জল’ (১৯৯৩),‘মানুষজন’ (১৯৯৪)
‘আছ তুমি হৃদয় জুড়ে’ (১৯৯৬),‘সুচরিতাসু’ (১৯৯৭)
‘যুবরাজ’(১৯৯৭)‘মৌসুমী’ (১৯৯৮)
‘রহস্যময়ী’ (১৯৯৯)‘তখন ছিলাম আমি’ (২০০০)
‘এসো’ (২০০১)‘জান’ (২০০২)
‘বন্ধুয়া’ (২০০৪)‘তুমিই’ (২০০৫)
‘কুসুমের মতো মেয়েরা’ (২০০৩)‘অপরবেলা’ (২০০৬)

ইমদাদুল হক মিলন এর গল্পগ্রন্থ

‘নিরন্নের কাল’ (১৯৭৯)‘হে প্রেম’ (১৯৮৩)
‘ফুলের বাগানে সাপ’ (১৯৮৩)‘আহারী’ (১৯৮৪)
‘তাহারা’ (১৯৮৬)‘মর্মবেদনা’ (১৯৮৮)
, ‘প্রেম নদী’
(১৯৮৮)
‘বারো রকমের মানুষ’ (১৯৮৮)

ইমদাদুল হক মিলন এর ছোটগল্প

‘রাজার চিঠি’‘মানুষ কাঁদছে’
‘নেতা যে রাতে নিহত হলেন’ ।

আত্মজীবনী

‘কেমন আছ সবুজ পাতা’ (২০১২)

আরো পড়ুন:- উইলিয়াম কেরী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? (এনএসআই এর ডেসপাচ রাইডার: ২১)

(ক) জোহরা

(খ) সারাবেলা

(গ) মানবজমিন

(ঘ) উত্তম পুরুষ

উত্তর:- (খ) সারাবেলা

প্রশ্ন:-২।  ‘মর্মবেদনা’ গল্পগ্রন্থটির রচয়িতা- (বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মাঠ কর্মকর্তা: ১৪)

(ক) ইমদাদুল হক মিলন

(খ) হুমায়ুন আজাদ

(গ) জাফর ইকবাল

(ঘ)  নজরুল ইসলাম

উত্তর:- (ক) ইমদাদুল হক মিলন

প্রশ্ন:-৩।  ‘নূরজাহান’ কার রচিত উপন্যাস? (বিসিক এর চিফ অডিটর: ২১)

(ক)  ইমদাদুল হক মিলন

(খ)  হুমায়ুন আহমেদ

(গ) জাফর ইকবাল

(ঘ) শামসুল হক

উত্তর:- (ক)  ইমদাদুল হক মিলন

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *