বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। চণ্ডীদাস ছিলেন চৈতন্যপূর্ব যুগের কবি অর্থাৎ চৌদ্দ শতকের শেষার্ধ থেকে পনের শতকের প্রথমার্ধ সময়ের কবি ছিলেন।
চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য
‘চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি- এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি।’ রবীন্দ্রনাথ তাকে ‘দুঃখবাদী কবি” ও বলেছেন।
আরো পড়ুন:- জ্ঞানদাস
বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১ সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।’ (২১তম বিসিএস)
(ক) চণ্ডীদাস
(খ) রামকৃষ্ণ পরমহংস
(গ) দ্বিজ চণ্ডীদাস
(ঘ) জ্ঞানদাস
উত্তর:- (ক) চণ্ডীদাস
প্রশ্ন:-২ বৈষ্ণব পদকর্তা ‘চণ্ডীদাস কত জন? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা – তত্ত্বাধায়ক: ১০)
(ক) ৩ জন
(খ) ২ জন
(গ) ৪ জন
ঘ) ৫ জন
উত্তর:- (গ) ৪ জন
প্রশ্ন:-৩ বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে? (প্রাথমিক শিক্ষা অফিসার: ০৫)
(ক) চণ্ডীদাস
(খ) বিদ্যাপতি
(গ) জ্ঞানদাস
(ঘ) আলাওল
উত্তর:- (ক) চণ্ডীদাস
প্রশ্ন:-৪ চণ্ডীদাস কোন যুগের কবি? (সোনালী ব্যাংক লি.সিনিয়র অফিসার: ১৪)
(ক) মধ্যযুগ
(খ) প্রাচীন যুগ
(গ) আধুনিক যুগ
(ঘ) উত্তর-আধুনিক যুগ
উত্তর:- (ক) মধ্যযুগ
প্রশ্ন:-৫ ‘সই কে শুনাইল শ্যাম নাম’ পদটির রচয়িতা কে? (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী – ১৩)
(ক) চণ্ডীদাস
(খ) দ্বিজ চণ্ডীদাস
(গ) জ্ঞানদাস
(ঘ) গোবিন্দদাস
উত্তর:- (ক) চণ্ডীদাস