যারা বিসিএস সহ বিভিন্ন চাকরির আবেদন নিজের মোবাইলে করেন বা যারা করতে চান তাদেরকে যে সমস্যায় বেশি পড়তে হয় তা হলো সিগনেচার এবং ছবি রিসাইজ করা।
এখানে আমি বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ছবি ও সিগনেচার এর ছবি তুলে সেটাকে ৩০০*৩০০ এবং ৩০০*৮০ করবেন অথবা আপনার প্রয়োজন অনুযায়ী রিসাইজ করবেন।
প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে-স্টোর ওপেন করুন এবং সার্চ বারে লিখুন Photo and Picture resize
এ সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করুন।
এখন আপনি Select Photo তে ক্লিক করুন।
আপনি যে ছবিটি রিসাইজ করতে চান, সেটি সিলেক্ট করে দিন। আর আপনি যদি চাকরির আবেদনের জন্য ছবি রিসাইজ করেন তাহলে আপনার আগে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছেন সেটি এখন সিলেক্ট করে দিন।
তো আমি এখানে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছিলাম সেটি সিলেক্ট করে দিয়েছি।
এখন আপনি CROP এ ক্লিক করুন।
এখন আপনার প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে Crop এ ক্লিক করলে Crop হয়ে যাবে।
এখন আমাদের কাজ হচ্ছে এটিকে সাইজ করা, তার জন্য আমরা Resize লেখায় ক্লিক করব।
এখন আপনার কাজ হচ্ছে এটিকে ৩০০*৩০০ অথবা ৩০০*৮০ বা আপনার প্রয়োজন অনুযায়ী সাইজ করা।যেহেতু চাকরীর আবেদনে বেশির ভাগ ক্ষেত্রেই ছবির জন্য ৩০০ *৩০০ দিতে হয় তাই আমি এখানে ৩০০*৩০০ সিলেক্ট করলাম।
এখন আপনি Ok তে ক্লিক করলে আপনার ছবিটি ৩০০*৩০০ হয়ে আপনার মোবাইলে Save হয়ে যাবে।
এখন আপনি আপনার মোবাইলের গ্যালারি অথবা ফাইলে গিয়ে ছবিটি দেখতে পাবেন।
এখানে ভদ্র মেয়েটি বাঁকা হয়ে বসেছিল এ জন্য ছবিটি একটু বাকা দেখা যাচ্ছে । আপনারা তো বসে বাঁকা হয়ে ছবি তুলবেন না, আপনারা নিশ্চই সোজা হয়ে তুলবেন।
তাই আপনাদের ছবি আরো সুন্দর হবে। আশাকরি চাকরির আবেদনের জন্য এ রকম একটি পিক যতেষ্ট।
মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন
মোবাইলে চাকরির আবেদন করার নিয়ম