রূপসী বাংলার কবি

জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে বরিশালেব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম কুসুমকুমারী দাশ। তার ছিলেন একজন মহিলা কবি।

মৃত্যু:- ২২ অক্টোবর , ১৯৫৪ সালে মৃত্যুবরণ করেন।

জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ

ঝরাপালক১৯২৭
ধূসর পাণ্ডুলিপি১৯৩৬
বনলতা সেন১৯৪২
রূপসী বাংলা১৯৫৭
মহাপৃথিবী১৯৪৪
সাতটি তারার তিমির’ ১৯৪৮
বেলা অবেলা কালবেলা১৯৬১

জীবনানন্দ দাশের উপন্যাস

মাল্যবান১৯৭৩
সতীর্থ১৯৭৪)
কল্যাণী১৯৯৯

উপাধি

তিমির হননের কবিরূপসী বাংলার কবি
নির্জনতার কবিধূসরতার কবি

জীবনানন্দ দাশের বিখ্যাত উক্তি

পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন। (বনলতা সেন)
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। (বাংলার মুখ)
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে। (সেইদিন এই মাঠ)
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি। (আকাশনীলা)
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। (বনলতা সেন)
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। (আবার আসিব ফিরে
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। (বনলতা সেন)
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। (হায় চিল)

গুরুত্বপূর্ণ প্রশ্ন

প্রশ্ন:- ১। তার প্রথম কবিতা কখন প্রকাশিত হয়?

উত্তর:- ১৯১৯ সালে ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তাঁর প্রথম কবিতা  ‘বর্ষা আবাহন’ প্রকাশিত হয়।

প্রশ্ন:-২। জীবনানন্দ দাশকে কোন ধরনের কবি বলা হয়?

উত্তর:- রূপসী বাংলার কবি

প্রশ্ন:-৩ কোন বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি দেয়?

উত্তর:- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি লাভ করেন ।

আরো পড়ুন:- মাইকেল মধুসূদন দত্ত

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *