তারাশঙ্কর

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ২৩ আগস্ট, ১৮৯৮ সালে বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলেজে পড়াকালীন অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য কারাভোগ করেন।

তাঁর রচিত উপন্যাসগুলোতে গ্রামীণ জীবনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় ফুটে উঠেছে। তার প্রকাশিত প্রথম উপন্যাসের নাম চৈতালি ঘূর্ণি ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস

চৈতালি ঘূর্ণি১৯৩১
অরণ্যবহ্নি১৯৬৬
কবি১৯৪২
জলসাঘর১৯৪২
১৯৭১১৯৭২
পঞ্চগ্রাম১৯৪৩
অভিযান১৯৪৬
‘পঞ্চপুণ্ডলী১৯৫৬
‘ধাত্রীদেবতা১৯৩৯
‘হাঁসুলী বাঁকের উপকথা১৯৪৭
‘কালিন্দী১৯৪০
‘গণদেবতা’১৯৪২
রাধা১৯৫৭
আরোগ্য নিকেতন১৯৫৩
যতিভঙ্গ১৯৬২
‘ধাত্রীদেবতা’১৯৩৯
পঞ্চগ্রাম১৯৪৩
গণদেবতা’ ১৯৪২

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছোটগল্পসমূহ

‘রসকলি’ ‘বেদেনী’
‘লাঠিয়াল’,নীলকণ্ঠ
‘পটুয়া’,মালাকার
‘বেদে‘ছলনাময়ী
‘চৌকিদারঅগ্রদানী’।
জলসাঘর’ডাক হরকরা
পাষাণপুরী‘তারিণী মাঝি

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর নাটক

দুই পুরুষ’ (১৯৪৩)
‘পথের ডাক’ (১৯৪৩)
দীপান্তর’(১৯৪৫)

অন্যান্য সাহিত্যকর্মসমূহ

কাব্যগ্রন্থ:ত্রিপত্র
প্রহসন: চকমকি
ভ্রমণকাহিনী :মস্কোতে কয়েক দিন

আরা পড়ুন:- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী? (৪১তম বিসিএস)

(ক) চৈতালী ঘূর্ণি

(খ) রক্তের অক্ষর

(গ) বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

(ঘ) ১৯৭১

উত্তর:- (ঘ) ১৯৭১

প্রশ্ন:-২  মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? (৪০তম বিসিএস)

(ক) মানিক বন্দ্যোপাধ্যায়

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:- (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

 প্রশ্ন:- ৩। ‘হাঁসুলী বাঁকের উপকথা’ কার লেখা? (প্রাথমিক প্রধান শিক্ষক: ১২]

(ক)  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:- (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

 প্রশ্ন:-৪। ‘ডাকহরকরা’ গল্পটির রচয়িতা

(ক) একটি কালো মেয়ের কথা

(খ) তেইশ নম্বর তৈলচিত্র

(গ) আয়নামতির পালা

(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উত্তর:- (ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *