সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কর্মকান্ডের জন্য প্রতি বছর একবার করে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন।
নোবেল পুরস্কার ২০২০ তালিকা
পদার্থ বিজ্ঞান নোবেল পেয়েছেন তিনজন তাঁরা হলেন
১। আন্দ্রেয়া গেজ, দেশ:- যুক্তরাষ্ট্র
২। রেইনহার্ড গেনজেল, দেশ:- জার্মানি
৩। রজার পেনরোজ, যুক্তরাজ্য
তাদের অবদান : প্রথম দুজন ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কার করেছেন। আর সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্ল্যাকহোল অবিষ্কার করেছেন রজার।
রসায়ন নোবেল পেয়েছেন দুইজন
১। এমানুয়েল শারপন্টিয়ের, দেশ:- ফ্রান্স
২। জেনিফার ডাউডনা দেশ:- যুক্তরাষ্ট্র
তাদের অবদান: জিনোম এডিটিংয়ের পদ্ধতি আবিষ্কার।
সাহিত্য নোবেল পেয়েছেন একজন
১। লুইস গ্লিক দেশ:- যুক্তরাষ্ট্র
তাঁর অবদান : মার্কিন সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক ও কবি লুইস এই পুরস্কার পান।
শান্তি নোবেল পেয়েছে একটি সংস্থা
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)।
অবদান : বিশ্বে ক্ষুধার হুমকির বিরুদ্ধে ভূমিকা রেখেছে ডাব্লিউএফপি।
অর্থনীতি নোবেল পেয়ছে দুই জন
১। অর্থনীতিবিদ পল মিলগ্রম দেশ:- যুক্তরাষ্ট্র
২। রবার্ট উইলসন দেশ:- যুক্তরাষ্ট্র
তাদের অবদান : নিলাম তত্ত্ব উন্নয়ন ও নতুন নিলাম তত্ত্ব উদ্ভাবন।
আলফ্রেড নোবেল ছিলেন রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক। ডিনামাইট অর্থাৎ উন্নত মানের বিস্ফোরক আবিষ্কার করেন। যা থেকে তিনি বিশাল সম্পত্তির মালিক হন। কিন্তু শেষ জীবনে নিজের সবচেয়ে বড় আবিষ্কার ডিনামাইটের ধ্বংসাত্মক ব্যবহার দেখে খুবই অনুতপ্ত হয়ে পড়েন।
এ কারণে মৃত্যুর বছর খানের আগে তিনি তার সম্পত্তির ৯৪%( ৯০ লক্ষ ডলার) উইল করে যান। উইল মোতাবেক, ১৯০১ সালে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার । ১৯০১ সাল থেকে ৫ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো কিন্তু বর্তমানে ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
১। পদার্থ বিজ্ঞান
২। সাহিত্য
৩। শান্তি
৪। রসায়ন
৫। চিকিৎসাবিজ্ঞান
৬। অর্থনীতি।
অর্থনীতির জন্য আলফ্রেড নোবেল তাঁর উইলের কোন অর্থ অনুমোদন করে যাননি। পরবর্তীতে সেভরিগেস রিক্সব্যাংক অথাৎ সুইডেনের কেন্দ্রিয় ব্যাংক এর অর্থায়নে ১৯৬৯ সাল থেকে নোবেলের স্মরণে অর্থনীতিতেও এ পুরস্কার প্রদান করা হয়।
আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে শান্তি পুরস্কার এবং সুইডেনের স্টকহোমে বাকি পুরস্কার গুলো তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। তবে ২য় বিশ্ব যুদ্ধের ১৯৪০-১৯৪২ সাল পর্যন্ত নোবেল পুরস্কার প্রদান বন্ধ ছিল।
নোবেল জয়ী বাঙালি মনীষী ৩ জন। যথা-রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, ও ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক চয়ন তত্ত্ব বা কল্যাণ অর্থনীতিতে অবদানের জন্য ড. অমর্ত্য সেন, ১৯৮৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ proverty and Famine’ । ২০০৬ সালে গ্রামীণ ব্যাং এবং ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন
১। আলফ্রেড নোবেলের জন্মস্থান কোন দেশে-
(ক) জাপান
(খ) যক্তরাজ্য
(গ) নরওয়ে
(ঘ) সুইডেন
উত্তর:- (ঘ) সুইডেন
২। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
(ক) জাহাজের ব্যবসা করে
(খ) তেলের ব্যবসা করে
(গ) উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
(ঘ) ইস্পাতের কারখানার মালিক হিসাবে
উত্তর:- (ঘ) উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
৩। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন?
(ক) রেডিও
(খ) ইলেক্ট্রেসিটি
(গ) টেলিফোন
(ঘ) ডাইনামিক
উত্তর:- (ঘ) ডাইনামিক
৪। ডিনামাইট আবিষ্কার করেন?
(ক) টমাস আলভা এডিসন
(খ) আলফ্রেড নোবেল
(গ) মার্কিনি
(ঘ) থমাস জোহান
উত্তর:- (খ) আলফ্রেড নোবেল
৫। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার মুখ্যত কি উদ্দেশ্য ব্যবহৃত হয়?
(ক) চিকিৎসার কাজে
(খ) ধ্বংসাত্মক কাজে
(গ) কৃষির উন্নয়নে
(ঘ) যুদ্ধাস্ত্র হিসেবে
উত্তর:- (ঘ) যুদ্ধাস্ত্র হিসেবে
৬। নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
(ক) জার্মন
(খ) যুক্তরাজ্য
(গ) সুইডেন
(ঘ) ফিনল্যান্ড
উত্তর:- (গ) সুইডেন
৭। নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়?
(ক) ১৯৮৮
(খ) ১৯০১
(গ) ১৯৫২
(ঘ) ১৯৭১
উত্তর:- (খ) ১৯০১
৮। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে?
(ক) ৬ টি
(খ) ৫ টি
(গ) ৪ টি
(ঘ) ৭ টি
উত্তর:-(ক) ৬ টি
৯। নিন্মোক্ত নোক বিষয় গুলোতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
(ক) পদার্থ এবং রসায়ন
(খ) মনোবিজ্ঞান ও চিকিৎসা
(গ) সাহিত্য, শান্তি এবং অর্থনীতি
(ঘ) উপরের সবগুলো
উত্তর:- (ঘ) উপরের সবগুলো
১০। এশিয়া তথা উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী কে?
(ক) সিভি রমন
(খ) আব্দল সালাম
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) মাদার তেরেসা
উত্তর:- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
১১। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে?
(ক) অর্মত্য সেন
(খ) মুহাম্মদ ইউনূস
(গ) ফজলে হাসান আবেদ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (ঘ) রবীন্দনাথ ঠাকুর
১২। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
(ক) দুর্ভিক্ষ ও দারিদ্র
(খ) উন্নয়নের গতিধারা
(গ) মাইক্রো ক্রেডিট
(ঘ) বৈদেশিক সাহায্য
উত্তর:- (ক) দুর্ভিক্ষ ও দারিদ্র
১৩। প্রথম নোবেল বিজয়ী নারী কে?
(ক) ম্যারি কুরি
(খ) লরা জেনি
(গ) ইউনি ম্যান্ডেলা
(ঘ) আইরিন কুরি
উত্তর:- (ক) ম্যারি কুরি
১৪। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
(ক) আনোয়ার সাদাত
(খ) ইয়াসির আরাফাত
(গ) প্রফেসর আব্দুস সালাম
(ঘ) নাগিব মাহফুজ
উত্তর:- (ক) আনোয়ার সাদাত
১৫। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
(ক) বেনজির ভুট্টো
(খ) মনিকা আলি
(গ) শিরিন এবাদি
(ঘ) মাদার তেরাসা
উত্তর:- (গ) শিরিন এবাদি
১৬। দুই বার নোবেল পুরস্কার কে পেয়েছেন?
(ক) পিয়ারে কুরি
(খ) আব্দুস সালাম
(গ) উইলিয়াম ক্যারি
(ঘ) মেরি কুরি
উত্তর:- (ঘ) মেরি কুরি
১৭। কোন দার্শনিক সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখান করেছেন?
(ক) জ্যা পল সাত্রে
(খ) জ্যা লুই
(গ) সল বেলো
(ঘ) উইনস্টন চার্চিল
উত্তর:- (ক) জ্যা পল সাত্রে
১৮। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে?
(ক) লি ডাক থো
(খ) মার্টিন লুথার কিং জুনিয়র
(গ) স্যার স্যামুয়েলসন
(ঘ) হরগোবিন্দ থোরানা
উত্তর:- (ক) লি ডাক থো
১৯। সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন রাজনীতিবিদ?
(ক) নেলসন ম্যান্ডেলা
(খ) উইনস্টন চার্চিল
(গ) জিমি কার্টার
(ঘ) বারাক ওবাম
উত্তর:- (খ) উইনস্টন চার্চিল
২০। কোন সালে আন্তর্জতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
(ক) ১৯২৪ সালে
(খ) ১২৮ সালে
(গ) ১৯৫৬ সালে
(ঘ) ১৯৬৯ সালে
উত্তর:- (ঘ) ১৯৬৯ সালে