পূরক কোণ কাকে বলে এবং সম্পূরক কোণ কাকে বলে বা কী তুমি যদি তা জানো, তাহলে এখান থেকে যে কোন প্রশ্ন আসলে উত্তর দিতে পারবে।
পূরক কোণ কাকে বলে
দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে, কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
পূরক কোণ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
প্রশ্ন:- দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে, তাদের একটিকে অপরটির কি কোণ বলে? প্র.শি
(ক) পূরক (খ) সন্নিহিত কোণ
(গ) সম্পূরক কোণ (ঘ) প্রবৃদ্ধ কোণ
উত্তর:-(ক) পূরক
প্রশ্ন:- ৫০ ডিগ্রি এর পূরক কোণ কোনটি? শি.নিবন্ধন
(ক) ১৩০ ডিগ্রি (খ) ৪০ ডিগ্রি
(গ) ৫০ ডিগ্রি (ঘ) ৯০ ডিগ্রি
উত্তর:- (খ) ৪০ ডিগ্রি
প্রশ্ন:- ৩০ ডিগ্রি এর পূরক কোণ? স.চা
(ক) ৯০ ডিগ্রি (খ) ১৮০ ডিগ্রি
(গ) ৫০ ডিগ্রি (ঘ) ৬০ ডিগ্রি
উত্তর:-(ঘ) ৬০ ডিগ্রি
প্রশ্ন:- কোন A=50 ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি? প্র.শি
(ক) ৬০ ডিগ্রি (খ) ৭০ ডিগ্রি
(গ) ৪০ ডিগ্রি (ঘ) ৫০ ডিগ্রি
উত্তর:-(গ) ৪০ ডিগ্রি
সম্পূরক কোণ কাকে বলে
দুইটি কোণের সমষ্টি দুই সমকোন বা ১৮০ ডিগ্রি হলে, কোন দুইটি একটি আপরটির সম্পূরক কোণ।
সম্পূরক কোণ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
প্রশ্ন:- দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে, একটিকে অপরটির কি বলে? ৩০ তম বিসিএস
(ক) পূরক (খ) সন্নিহিত কোণ
(গ) সম্পূরক কোণ (ঘ) প্রবৃদ্ধ কোণ
উত্তর:-(গ) সম্পূরক কোণ
প্রশ্ন:- ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? শি.নিবন্ধন
(ক) ১০০ ডিগ্রি (খ) ১৩০ ডিগ্রি
(গ) ৬০ ডিগ্রি (ঘ) ৯০ ডিগ্রি
উত্তর:- (গ) ৬০ ডিগ্রি
প্রশ্ন:- ১২৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? স.চা
(ক) ১২৫ ডিগ্রি খ) ৫৫ ডিগ্রি
(গ) ৬৫ ডিগ্রি (ঘ) ৯০ ডিগ্রি
উত্তর:-খ) ৫৫ ডিগ্রি
প্রশ্ন:- ৭০ ডিগ্রি কোণের পূরক কোণ কত? স.চা
(ক) ২০ ডিগ্রি (খ) ১২০ ডিগ্রি
(গ) ৯০ ডিগ্রি (ঘ) ৬৫ ডিগ্রি
উত্তর:- ২০ ডিগ্রি
বি.দ্র:- প্রশ্নটি ছিল পূরক কোণ সম্পূরক কোণ নয়। আমরা জানি পূরক কোন হচ্ছে দুইটি কোণ মিলে ৯০ ডিগ্রি। তাই সঠিক উত্তর হবে ২০ ডিগ্রি।
প্রশ্ন:- কোণ A এবং B পরস্পর সম্পূরক কোণ। কোণ A=১১৫ ডিগ্রি হলে, কোণ B= কত? প্র.শি
(ক) ৬৫ ডিগ্রি (খ) ৫৫ ডিগ্রি
(গ) ৯০ ডিগ্রি (ঘ) ১৮০ ডিগ্রি
উত্তর:- (ক) ৬৫ ডিগ্রি
প্রশ্ন:- ৯০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? স.চা
(ক) ০ ডিগ্রি (খ) ৬০ ডিগ্রি
(গ) ১৮০ ডিগ্রি (ঘ) ৯০ ডিগ্রি
উত্তর:- (ঘ) ৯০ ডিগ্রি
আরো পড়ুন:- রম্বসের ক্ষেত্রফল, রম্বসের বৈশিষ্ট্য
৮০ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি ?
১০০°
🤓🤓🤓🤓🤓
Post ta onk sundor hoise…
Erokom gonit bisoye daily post korben..thanks
ঠিক আছে
Post ta onk sundor hoise…
Erokom gonit bisoye daily post korben..
thanks