পৃথিবীর গভীরতম হ্রদ- বৈকাল হ্রদ। এর আয়তন প্রায় ৩১৫০০ বর্গ কি.মি। এ হ্রদের সর্বাধিক গভীরতা ১৬৩৭ মিটার। ইউনেস্কো ১৯৯৬ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। বৈকাল হ্রদ সাইবেরিয়ার মুক্তা বা সাইবেরিয়ার নীল নয়ন নামেও পরিচিত। এটি বিশ্বের প্রাচীনতম হ্রদ।
পৃথিবীর বিখ্যাত হ্রদসমূহ
- পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ- সুপিরিয়র।
- বিশ্বের বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর।
- কাস্পিয়ান সাগর অবস্থিত- আজারবাইজান ও ইরান।
- ভিক্টোরিয়া হ্রদের অবস্থান- কেনিয়া, উগান্ডা, ও তাঞ্জানিয়া।
- গুরন হ্রদ অবস্থিত-কানাডা ও যুক্তরাষ্ট্র।
- বৈকাল হ্রদ অবস্থিত- দক্ষিণ সাইবেরিয়া।
- গ্রেট বিয়ার হ্রদ অবস্থিত- কানাডা।
পৃথিবীর গভীর তম ১০ টি হ্রদ
ক্রমিক | হ্রদ | দেশ |
১ | বৈকাল লেক | রাশিয়া |
২ | লেক টাঙ্গানিকা | মধ্য আফ্রিকা |
৩ | ক্যাস্পিয়ান সমুদ্র | ইউরোপ এবং এশিয়ার |
৪ | লেস্ট ভোস্টক | এন্টার্কটিকা |
৫ | হিগিংস-সান মার্টিন | আর্জেন্টিনা |
৬ | মালাউই লেক | মোজাম্বিক এবং তানজানিয়ার |
৭ | ইসিক কুল | কিরগিজস্তান |
৮ | গ্রেট স্লেভ লেক | কানাডা |
৯ | ক্রেটার লেক | মার্কিন যুক্তরাষ্ট্র |
১০ | মাতানো | ইন্দোনেশিয়া |
আরো জানুন
আয়তনে পৃথিবীতে সবচেয়ে বড় মুসলিম দেশ