পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে রাশিয়া। রাশিয়া এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে অবস্থিত। রাশিয়া পূর্বে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিলো। ১৯২২ সালে পৃথিবীর প্রথম রাষ্ট হিসেবে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। ১৯৯১ সালের ২৬ হিসেম্বর আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়।
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০ টি দেশের তালিকা
অবস্থান | দেশ | আয়তন |
১ | রাশিয়া | ১,৭০,৯৮,২৪৬ বর্গ কি.মি. |
২ | কানাডা | ৯৯,৮৪,৬৭০ বর্গ কি.মি. |
৩ | চীন | ৯৫,৯৬,৯৬১ বর্গ কি.মি. |
৪ | যুক্তরাষ্ট্র | ৯৫,২৫,০৬৭ বর্গ কি.মি. |
৫ | ব্রাজিল | ৮৫,১৫,৭৬৭ বর্গ কি.মি. |
৬ | অস্ট্রেলিয়া | ৭৬,৯২,০২৪ বর্গ কি. মি. |
৭ | ভারত | ৩২,৮৭,২৬৩ বর্গ কি. মি. |
৮ | আর্জেন্টিনা | ২৭,৮০,৪০০ বর্গ কি. মি. |
৯ | কাজাখস্তান | ২৭,২৪,৯০০ বর্গ কি. মি. |
১০ | আলজেরিয়া | ২৩,৮১,৭৪১ বর্গ কি. মি. |
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী