প্যারীচাঁদ মিত্র ২২ জুলাই, ১৮১৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক।
প্যারীচাঁদ মিত্রের রচিত প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ বাংলা ভাষার প্রথম উপন্যাস
প্যারীচাঁদ মিত্রের গ্রন্থসমূহ
রামারঞ্জিকা | গীতাঙ্কুর |
যৎকিঞ্চিৎ | আধ্যাত্মিকা |
অভেদী | বামাতোষিণী, ‘কৃষিপাঠ |
আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়? (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২০)
(ক) ১৮২৪
(খ) ১৮৭৩
(গ) ১৮৫৮
(ঘ) ১৮৪৭
উত্তর:- (গ) ১৮৫৮
প্রশ্ন:-২। ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে? (৩০তম বিসিএস)
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) দামোদর বন্দ্যোপাধ্যায়
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর:-
প্রশ্ন:-৩। প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী
শিক্ষক)
(ক) আলালের ঘরে দুলাল ও সীতারাম
(খ) চঞ্চলা
(গ) কুহেলিকা
(ঘ) সীতারাম
উত্তর:- (ক) আলালের ঘরে দুলাল ও সীতারাম
প্রশ্ন:-৪। টেকচাঁদ ঠাকুর’ কার ছদ্মনাম? (পিএসসির সহকারী পরিচালক: ০৬)
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) ভুদেব মুখোপাধ্যায়
(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর:-(ক) প্যারীচাঁদ মিত্র
প্রশ্ন:-৫। ‘আলালের ঘরের দুলাল’ গ্রন্থটি কার লেখা? [সহকারী থানা শিক্ষা
অফিসার: ১৫)
(ক) হরপ্রসাদ শাস্ত্রীর
(খ্) প্যারীচাঁদ মিত্র
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের
উত্তর:- (খ্) প্যারীচাঁদ মিত্র
প্রশ্ন:-৬। আলালী বা হুতোমী ভাষা বলা হয় কোন ভাষাকে? ( ১৩তম বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা)
(ক) সাধু
(খ) চলিত
(গ) ইংরেজি
(ঘ) সংস্কৃত
উত্তর:- (খ) চলিত