বন্দে আলী মিয়ার উপন্যাস

বন্দে আলী মিয়া

বন্দে আলী মিয়া ১৫ ডিসেম্বর, ১৯০৬ সালে পাবনার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক ও সাংবাদিক ।

  • তিনি ‘কিশোর পরাগ, ‘জ্ঞানের আলো’ ও ‘শিশু বার্ষিকী, পত্রিকা সম্পাদনা করতেন।  
  • তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেন।

বন্দে আলী মিয়া এর কাব্যগ্রন্থ

‘ময়নামতির চর’ (১৯৩২)পদ্মা নদীর চর’ (১৯৫৩)
‘অনুরাগ’ (১৯৩২)‘ধরিত্রী’ (১৯৭৫)

বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থ

মৃগপরী’ (১৯৩৭)‘কামাল আতাতুর্ক’ (১৯৪০)
ডাইনী বউ’ (১৯৫৯)ছোটদের নজরুল’ (১৯৬০)
‘চোর জামাই’ (১৯২৭)‘মেঘকুমারী’ (১৯৩২)
‘কুঁচবরণ কন্যা’ (১৯৬০)‘রূপকথা’ (১৯৬০)
‘বোকা জামাই’ (১৯৩৭)শিয়াল পণ্ডিতের পাঠশালা’ (১৯৬৩)

গল্পগ্রন্থ

‘তাসের ঘর’ ১৯৫৪

নাটক : ‘মসনদ’ (১৯৩১)।

আরো পড়ুন:- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১। ‘ময়নামতির চর’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক (মিসিসিপি): ১৩ )

(ক) বন্দে আলী মিয়া

(খ) সিকান্দার আবু জাফর

(গ) গোলাম মোস্তফা

(ঘ) আব্দুল কাদির

উত্তর:- (ক) বন্দে আলী মিয়া

প্রশ্ন:-২। ‘ময়নামতির চর’ কোন ধরনের রচনা?

(ক) কথা সাহিত্য

(খ) নৃত্যনাট্য

(গ) কাব্য

(ঘ) আঞ্চলিক উপন্যাস

উত্তর:- (গ) কাব্য

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *