বন্দে আলী মিয়া ১৫ ডিসেম্বর, ১৯০৬ সালে পাবনার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক ও সাংবাদিক ।
- তিনি ‘কিশোর পরাগ, ‘জ্ঞানের আলো’ ও ‘শিশু বার্ষিকী, পত্রিকা সম্পাদনা করতেন।
- তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেন।
বন্দে আলী মিয়া এর কাব্যগ্রন্থ
‘ময়নামতির চর’ (১৯৩২) | পদ্মা নদীর চর’ (১৯৫৩) |
‘অনুরাগ’ (১৯৩২) | ‘ধরিত্রী’ (১৯৭৫) |
বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থ
মৃগপরী’ (১৯৩৭) | ‘কামাল আতাতুর্ক’ (১৯৪০) |
ডাইনী বউ’ (১৯৫৯) | ছোটদের নজরুল’ (১৯৬০) |
‘চোর জামাই’ (১৯২৭) | ‘মেঘকুমারী’ (১৯৩২) |
‘কুঁচবরণ কন্যা’ (১৯৬০) | ‘রূপকথা’ (১৯৬০) |
‘বোকা জামাই’ (১৯৩৭) | শিয়াল পণ্ডিতের পাঠশালা’ (১৯৬৩) |
গল্পগ্রন্থ
‘তাসের ঘর’ | ১৯৫৪ |
নাটক : ‘মসনদ’ (১৯৩১)।
আরো পড়ুন:- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘ময়নামতির চর’ কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? [প্রাক-প্রাথমিক সহকারি শিক্ষক (মিসিসিপি): ১৩ )
(ক) বন্দে আলী মিয়া
(খ) সিকান্দার আবু জাফর
(গ) গোলাম মোস্তফা
(ঘ) আব্দুল কাদির
উত্তর:- (ক) বন্দে আলী মিয়া
প্রশ্ন:-২। ‘ময়নামতির চর’ কোন ধরনের রচনা?
(ক) কথা সাহিত্য
(খ) নৃত্যনাট্য
(গ) কাব্য
(ঘ) আঞ্চলিক উপন্যাস
উত্তর:- (গ) কাব্য