বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন- চন্দ্রাবতী। তাঁর রচনায় প্রতিফলিত হয়েছে ষোড়শ শতাব্দীর সামাজিক-অর্থনৈতিক অবস্থা । চন্দ্রাবতী ১৫৫০ সালে কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন।

  • চন্দ্রাবতীকে মহিলা রামায়ণকার বলা হয়।
  • রামায়ণের প্রথম মহিলা অনুবাদক -চন্দ্রাবতী। (১৩তম বিসিএস লিখিত)

মধ্যযুগের বাংলা সাহিত্যে ৩ জন মহিলা কবি

চন্দ্রাবতী
চৈতন্যদেবের সময়ের মাধবী
রামী বা রজকিনী

বিসিএস সহ বিভিন্ন পরক্ষার প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার : ১৩)

(ক) সারদা দেবী

(খ) চন্দ্রাবতী

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) সুফিয়া কামাল

উত্তর:- (খ) চন্দ্রাবতী

প্রশ্ন:- ২। ‘চন্দ্রাবতী’ হলেন- [সিএজি এর অডিটর: ২১]

(ক) বাংলা নাটকের রচয়িতা

(খ) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

(গ) বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা

(ঘ) একটি কাব্যগ্রন্থ

উত্তর:- (খ) বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

প্রশ্ন:-৩।  রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কী? (বিসিএস-১৩)

(ক) চন্দ্রকলাবতী

(খ) পদ্মাবতী

(গ) চন্দ্রাবতী

(ঘ) কামিনী রায়

উত্তর:- (গ) চন্দ্রাবতী

প্রশ্ন:-৪।  মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? (৯ম সহকারী জজ প্রাথমিক পরীক্ষা: ১৪)

(ক) মহাভারত

(খ) ভাগবত

(গ) গীতা

(ঘ) রামায়ণৱ

উত্তর:- (ঘ) রামায়ণৱ

আরো পড়ুন:- রবীন্দ্রনাথ ঠাকুর

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *