ব্যাকরণগত নানা ত্রুটি-বিচ্যুতির জন্য বাক্য অশুদ্ধ হতে পারে। যেমন- সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত কারন, পদের অপপ্রয়োগজনিত কারন এবং বানানগত কারন সহ বিভিন্ন কারনে বাক্য অশুদ্ধ হতে পারে।
নিচে যে বাক্য গুলো বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে থাকে তার একটি তালিকা দেওয়া হলো।
ক্রমিক | অশুদ্ধ | শুদ্ধ |
১ | বাংলাদেশ একটি উন্নতশীল আধুনিক রাষ্ট্র। | বাংলাদেশ একটি উন্নতিশীল বা উন্নয়নশীল আধুনিক রাষ্ট্র। |
২ | আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। | আকণ্ঠ বা কণ্ঠপর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। |
৩ | দশচক্রে ঈশর ভূত। | দশচক্রে ভগবান ভূত। |
৪ | শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। | শুধু গায়ের জোরে কাজ হয় না। |
৫ | তারা সকলেই এল । | তারা/সকলেই এল । |
৬ | ছেলেটি ভয়ানক মেধাবী। | ছেলেটি অত্যন্ত মেধাবী। |
৭ | আসছে আগামী কাল কলেজ বন্ধ থাকবে। | আগামী কাল কলেজ বন্ধ থাকবে । |
৮ | কালীদাস বিখ্যাত কবি । | কালিদাস বিখ্যাত কবি। |
৯ | সবাইকে স্বাক্ষর করা আমাদের উদ্দেশ্য। | সবাইকে সাক্ষর করা আমাদের উদ্দেশ্য। |
১০ | সবিনয় পূর্বক নিবেদন। | সবিনয় নিবেদন। |
১১ | লোকটি আমার পুরাতন পরিচিত। | লোকটি আমার পরিচিত। |
১২ | অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। | অন্যায়ের প্রতিফল দুর্নিবার বা অনিবার্য। |
১৩ | এক অগ্রহায়নে শীত যায় না। | এক মাঘে শীত যায় না। |
১৪ | তুমি, শান্তা ও আমি আজ ভার্সিটি যাব। | শান্তা, তুমি ও আমি আজ ভার্সিটি যাব। |
১৫ | ইহা প্রমাণ হইয়াছে। | ইহা প্রমাণিত হইয়াছে। |
১৬ | কুদ্দুস অপমান হইয়াছেন। | কুদ্দুস অপমানিত হইয়াছে। |
১৭ | অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। | অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার অথবা অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার। |
১৮ | সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে। | সর্ব বিষয়ে বাহুল্য বা বহুলতা বর্জন করিবে। |
১৯ | বৃক্ষটি সমূল সহ উৎপাটিত হইয়াছে। | বৃক্ষটি সমূল বা মূলসহ উৎপাটিত হইয়াছে। |
২০ | ৩নং সাক্ষী মিথ্যা সাক্ষী দেয়েছে। | ৩নং সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে। |
২১ | আবশ্যকীয় ব্যয়ে কার্পন্যতা অনুচিৎ। | আবশ্যক ব্যয়ে কৃপণতা বা কার্পণ্য অনুচিত। |
২২ | আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি। | আমি এ ঘটনা চাক্ষুষ দেখিয়াছি বা প্রত্যক্ষ করিয়াছি। |
২৩ | বাংলাদেশ সমৃদ্ধ শালী দেশ। | বাংলাদেশ সমৃদ্ধ বা সমৃদ্ধিশালী দেশ। |
২৪ | সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। | সভ্যগণ বা সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন। |
২৫ | তোমার সাথে আমার একটি গোপন পরামর্শ আছে। | তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে। |
২৬ | তাহার দুর্দমনীয় অধ্যাবসায় সত্যিই প্রশংসনীয়। | তাহার অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। |
২৭ | তিনি স্বস্ত্রীক দেশে আসলেন।১০. | তিনি সস্ত্রীক দেশে আসলেন। |
২৮ | মেয়েটি সুকেশনী এবং সুহাসি। | মেয়েটি সুকেশ বা সুকেশী এবং সুহাসিনী। |
২৯ | আমার আর বাঁচিবার স্বাদ নাই। | আমার আর বাঁচিবার সাধ নাই। |
৩০ | তিনি আরোগ্য হইয়াছেন। | তিনি আরোগ্য লাভ করিয়াছেন। |
৩১ | মনরঞ্জণ মনমোহনের ছোট ভাই। | মনোরঞ্জন মনোমোহনের ছোট ভাই। |
৩১ | কত ভার্সিটি ঘুরিলাম কই। হৃদয়ের মানুষতো পেলামনা। | কত ভার্সিটি ঘুরিলাম। কই, মনের মানুষতো পাইলাম না। |
৩২ | সে কৌতুক করার কৌতুহল সম্বরণ করতে পারলনা। | সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না। |
৩৩ | আমি সন্তোষ হইলাম। | আমি সন্তুষ্ট হইলাম। |
৩৪ | তার সৌজন্যতা ভুলতে পারি না। | তার সৌজন্য ভুলতে পারি না। |
৩৫ | সূর্য উদয় হয় নাই । | সূর্য উদিত হয় নাই। |
৩৬ | লোকটির বড় দুরাবস্থা।২৯. | লোকটির বড় দুরবস্থা। |
৩৭ | উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করতে হবে। | উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করতে হবে। |
৩৮ | তার জৈাষ্ঠ পুত্র ও কণিষ্ঠ কণ্যা বিদেশে গেছে। | তার জ্যেষ্ঠ পুত্র ও কনিষ্ঠা কন্যা বিদেশে গেছে। |
৩৯ | নতুন নতুন ছেলেগুলো উৎপাত করছে। | নতুন ছেলে গুলো উৎপাত করছে। |
৪০ | রবীন্দ্রনাথের ভয়ঙ্কর প্রতিভা ছিল। | রবীন্দ্রনাথের অসাধারণ প্রতিভা ছিল । |
৪১ | এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। | এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। |
৪২ | তার দুই চোখ অশ্রুজলে ভেসে গেল | তার দুই চোখ অশ্রুতে ভেসে গেল |
৪৩ | ঔষধি ও ওষধ এক জিনিস নয়। | ওষধি ও ঔষধ এক জিনিস নয়। |
৪৪ | আমি যেয়ে দেখি সব শেষ।- | আমি গিয়ে দেখি সব শেষ। |
৪৫ | পরবর্তী কালে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি।- | পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। |
৪৬ | তোমার গোপন কথা শোনা- | তোমার গোপনীয় কথা শোনা |
৪৭ | দশচক্রে ঈশ্বর ভূত- | দশচক্রে ভগবান ভূত। |
৪৮ | সূর্য উদয় হয়েছে?- | সূর্য উদিত হয়েছে? |
৪৯ | যুক্তি খণ্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি।- | যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। |
৫০ | দৈন্যতা প্রশংসনীয় নয়। | দীনতা প্রশংসনীয় নয়। |
৫১ | ‘গীতাঞ্জলী’ পড়েছ কি? | ‘গীতাঞ্জলি’ পড়েছ কি? |
৫২ | হাসান হলো আমার ভ্রাতুষ্পুত্র। | হাসান আমার ভ্রাতুষ্পুত্র। |
৫৩ | দৈনতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়। | দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়। |
৫৪ | লোকটি নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয়।- | লোকাটি নিরপরাধ কিন্তু নিরহঙ্কার নয়। |
৫৫ | রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য- | রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। |
৫৬ | তিনি আমার বইটি প্রকাশিত করেছেন | তিনি আমার বইটি প্রকাশ করেছেন |
৫৭ | বাংলাদেশ একটি উন্নতশীল দেশ- | বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ |
৫৮ | জ্ঞানী মুৰ্খ অপেক্ষা শ্রেষ্ঠতর । | জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেয়। |
৫৯ | অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। | অন্নাভাবে প্রতিঘরে হাহাকার। |
৬০ | আমি কায়োমনো প্রার্থনা করি – | আমি কায়মনো বাক্যে প্রার্থনা করি |
৬১ | দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল। | দুর্বলতাবশত অনাথা বসে পড়ল |
৬২ | আমি সন্তোষ হলাম। | আমি সন্তুষ্ট হলাম। |
৬৩ | আপনি স্বপরিবারে আমন্ত্রিত। | আপনি সপরিবারে আমন্ত্রিত। |
৬৪ | সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে। | সন্ধ্যায় সবাই বাড়ি ফিরছে। |
৬৫ | সাবধানপূর্বক চলবে। | সাবধানে চলবে। |
৬৬ | তাকে স্নেহাশীষ দিও। | তাকে স্নেহাশিস দিও। |
৬৭ | বুনো কচু, বাঘা তেঁতুল | বুনো ওল, বাঘা তেঁতু। |
৬৮ | অনাবশ্যক ব্যাপারে কৌতুহল- | অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল |
৬৯ | কুলটা নারীকে বর্জন কর।- | কুলটাকে বর্জন কর । |
৭০ | আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম।- | আকণ্ঠ ভোজ করলাম। |
৭১ | কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেন- | কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন |
৭২ | একটি গোপন কথা বলি – | একটি গোপনীয় কথা বলি । |
৭৩ | আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত।- | আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। |
৭৪ | বিধি লঙ্ঘন হয়েছে।- | বিধি লঙ্ঘিত হয়েছে। |
৭৫ | সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান | সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান |
৭৬ | সর্বদা পরিস্কার থাকিবে।- | সর্বদা পরিষ্কার থাকিবে। |
৭৭ | আমার পক্ষে সম্ভব নয়।- | আমার পক্ষে সম্ভব নয়। |
৭৮ | অন্যায়ের ফল আবশ্যক। | অন্যায়ের ফল অনিবার্য |
৭৯ | বিদ্বান মূৰ্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। | বিদ্বান মূৰ্খ অপেক্ষা শ্রেষ্ঠ। |
আরো পড়ুন:- বাংলা বানানের নিয়ম