বিষ্ণু দে ১৯০৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালে সেন্ট পল্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে বি.এ. সম্মান এবং ১৯৩৪ সালে এম. এ. ডিগ্রি লাভ করেন। তাকে মার্কসিস্ট’ কবি বলা হয়।
সাহিত্য আকাদেমি ও জ্ঞানপীঠ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। তিনি চঞ্চলকুমার চট্টোপাধ্যায়ের সহযোগিতায় ‘সাহিত্যপত্র’ নামে পত্রিকা প্রকাশ করেন।
বিষ্ণু দে এর কাব্যগ্রন্থ
চোরাবালি’ (১৯৩৭), | উর্বশী ও আর্টেমিস’ (১৯৩৩): | |
‘সাতভাই চম্পা’ (১৯৪৪), | ‘সন্দ্বীপের চর’ (১৯৪৭), ‘ | |
নাম রেখেছি কোমল গান্ধার’ (১৯৫০), | ‘তুমি শুধু পঁচিশে বৈশাখ’ (১৯৫৮), | |
‘স্মৃতিসত্তা ভবিষ্যৎ’ (১৯৬৩), | ‘সেই অন্ধকার চাই’ (১৯৬৭), | |
‘রবিকরোজ্জ্বল নিজদেশে’ (১৯৭৩), | ‘দিবানিশি’ (১৯৭৬), | |
‘চিত্ররূপমত্ত পৃথিবীর’ (১৯৭৬), | ‘আমার হৃদয়ে বাঁচো’ (১৯৮২)। |
বিষ্ণু দে এর প্রবন্ধ
রুচি ও প্রগতি’ (১৯৪৬) | ‘সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২) |
এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য’ (১৯৬৮) | সাধারণের রুচি’ (১৯৭৫) |
অনুবাদ : ‘এলিয়টের কবিতা’ (১৯৫০)।
স্মৃতিচারণমূলক গ্রন্থ : ‘এই জীবন’
আরো পড়ুন:- বিহারীলাল চক্রবর্তী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। কাকে ‘মার্কসিস্ট’ কবি বলা হয়?
(ক) বিষ্ণু দে
(খ) যতীন্দ্রমোহন বাগচী
(গ) জাহানারা ইমাম
(ঘ) প্রমথ চৌধুরী
উত্তর:- (ক) বিষ্ণু দে
প্রশ্ন:-২। ‘সাহিত্যপত্র’ পত্রিকাটির প্রকাশক কে?
(ক) প্রমথ চৌধুরী
(খ) যতীন্দ্রমোহন বাগচী
(গ) জাহানারা ইমাম
(ঘ) বিষ্ণু দে
উত্তর:- (ঘ) বিষ্ণু দে