বদ্বীপ একটি প্রাকৃতিক ভূমি, যা নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি দ্বারা সৃষ্ট দ্বীপ।একটি নদী বয়ে গিয়ে যখন কোন জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পরে তখন নদীমুখে যে দ্বীপ তৈরি হয় তাকে বদ্বীপ বলে।
পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি
পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশকে বৃহত্তম ব-দ্বীপ বলার কারন
ব-দ্বীপ শব্দটি গ্রিক ∆ (ডেলটা) থেকে এসেছে। ব-দ্বীপকে ইংরেজীতে Delta বলা হয় । আর বাংলায় ‘ব’ বর্ণটির সাথে ডেলটা ∆ এর মিল থাকায় কারনে বাংলায় ব-দ্বীপ নামটি প্রচলিত হয়।
বদ্বীপের প্রকারভেদ
- ভূমধ্য বদ্বীপ
- স্রোত-নিয়ন্ত্রিত বদ্বীপ
- গিল্বার্ট বদ্বীপ
- জোয়ার-ভাটা-নিয়ন্ত্রিত বদ্বীপ
আকৃতি অনুসারে ব-দ্বীপের প্রকারভেদ
- তীক্ষাগ্র বদ্বীপ
- পাখির পায়ের মতো বদ্বীপ
- ধনুকাকৃতি বদ্বীপ
- খাড়ীয় বদ্বীপ
আরো পড়ুন: কোন দেশের টাকার মান বেশি, চীনের টাকার নাম কি?