“মরুদ্যান” শব্দটি বাংলা ভাষায় “মরু” অর্থাৎ পাহাড় এবং “দ্যান” অর্থাৎ স্থান বা স্থল সূচিত করে। সাধারণত মরুভূমিতে ঝর্ণা বা অন্যকোন জল উৎসকে ঘিরে গড়ে ওঠা বৃক্ষশোভিত বিচ্ছিন্ন অঞ্চলকে মরুদ্যান বলা হয়। মরুদ্যানের গঠনের প্রধান কারণ হল ভূগর্ভস্থ জল। মরুভূমিতে বৃষ্টিপাত খুব কম হয়।
- পৃথিবীর কয়েকটি মরুদ্যান
- যুক্তরাষ্ট্রের মোহাভের মরুভূমির ডেথ ভ্যালি মরুদ্যান
- অস্ট্রেলিয়ার গ্রেট বেসিনের উলরু মরুদ্যান
- সাহারার তামরিন্ট মরুদ্যান
- আফগানিস্তানের বাদঘিজ মরুদ্যান
- চিলির আতাকামা মরুভূমির লাগুনা সান পেদ্রো দে আতাকামা মরুদ্যান
আরো পড়ুন:- মহাদেশ কাকে বলে