মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য

মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত ২৫ জানুয়ারি, ১৮২৪ সালে শার জেলার কেশবপুরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ।

মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।

  • বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম- ‘বঙ্গভাষা’
  • মাইকেল মধুসূদনের  প্রকাশিত প্রথম গ্রন্থের নাম- The Captive Lady (ইংরেজিতে লিখিত) মধুসূদনের প্রথম প্রকাশিত বাংলা গ্রন্থের নাম- ‘শর্মিষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের নাটক

কৃষ্ণকুমারীপদ্মাবতী
মায়াকানন

মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ

তিলোত্তমাসম্ভবচতুর্দশপদী কবিতাবলী
বীরাঙ্গনাব্রজাঙ্গনা

মাইকেল মধুসূদন দত্তের প্রহসন

একেই কি বলে সভ্যতাবুড়ো সালিকের ঘাড়ে রোঁ

মাইকেল মধুসূদন দত্তের উক্তি

হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। (বঙ্গভাষা)
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন। (বঙ্গভাষা)
জন্মিলে মরিতে হবে,/ অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে জীবন-নদে। (বঙ্গভূমির প্রতি)
সতত, হে নদ, তুমি পড় মোর মনে।
সতত তোমার কথা ভাবি এ বিরলে। (কপোতাক্ষ নদ)
অলীক কনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে। (শর্মিষ্ঠা-প্রস্তাবনা)
ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী দশা তবে কেন তোর আজি। (বঙ্গভাষা)

আরো পড়ুন:-মানিক বন্দ্যোপাধ্যায়

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *