সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ – ৬০০ মিটার উঁচুতে অবস্থিত, উপরিভাগ প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভূমিকে মালভূমি বলে। এর ওপরটা প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত, সেইজন্য মালভূমির অপর নাম টেবিলল্যান্ড। পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বত মালভূমি, যা চীন, ভারত, নেপাল, ভুটান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত।
আরো পড়ুন:- সমভূমি কাকে বলে