ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম

মোতাহের হোসেন চৌধুরী

মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে কুমিল্লাহ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।

কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘শিখা’ পত্রিকার সঙ্গে  যুক্ত ছিলেন।

মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তাঁর দুটি অনুবাদগ্রন্থ  সভ্যতা ও সুখ। ১৯৫৬ সালের ১৮ই সেপ্টেম্বর তিনি চট্টগ্রামে পরলোকগমন করেন ।

মোতাহের হোসেন চৌধুরী এর গদ্যগ্রন্থ

সংস্কৃতি-কথা১৯৫৮
সুখ১৯৬৮
সভ্যতা১৯৬৫

আরো পড়ুন:- মোহাম্মদ আকরম খাঁ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত? (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২০ )

(ক) সাহিত্য চর্চা

(খ) শ্বাশত বঙ্গ

(গ) কালের যাত্রার ধ্বনি

(ঘ) সংস্কৃতি-কথা

উত্তর:- (ঘ) সংস্কৃতি-কথা

প্রশ্ন:-২।  ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’- কে বলেছেন? (৩৭তম বিসিএস)

(ক)  মোতাহের হোসেন চৌধুরী

(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) কাজী আবদুল ওদুদ

উত্তর:- (ক)  মোতাহের হোসেন চৌধুরী

প্রশ্ন:-৩।“যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই” উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) মোহাম্মদ বরকতউল্লাহ

(ঘ) মোতাহের হোসেন চৌধুরী

উত্তর:- (ঘ) মোতাহের হোসেন চৌধুরী

প্রশ্ন:-৪। ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধটির রচয়িতার নাম-( তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক: 08)

(ক) মোতাহের হোসেন চৌধুরী

(খ) গোপাল হালদার

(গ) আবুল ফজল

(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর:- (ক) মোতাহের হোসেন চৌধুরী

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *