মোতাহের হোসেন চৌধুরী ১৯০৩ সালে কুমিল্লাহ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘শিখা’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তাঁর দুটি অনুবাদগ্রন্থ সভ্যতা ও সুখ। ১৯৫৬ সালের ১৮ই সেপ্টেম্বর তিনি চট্টগ্রামে পরলোকগমন করেন ।
মোতাহের হোসেন চৌধুরী এর গদ্যগ্রন্থ
সংস্কৃতি-কথা | ১৯৫৮ |
সুখ | ১৯৬৮ |
সভ্যতা | ১৯৬৫ |
আরো পড়ুন:- মোহাম্মদ আকরম খাঁ
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত? (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী: ২০ )
(ক) সাহিত্য চর্চা
(খ) শ্বাশত বঙ্গ
(গ) কালের যাত্রার ধ্বনি
(ঘ) সংস্কৃতি-কথা
উত্তর:- (ঘ) সংস্কৃতি-কথা
প্রশ্ন:-২। ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’- কে বলেছেন? (৩৭তম বিসিএস)
(ক) মোতাহের হোসেন চৌধুরী
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) কাজী আবদুল ওদুদ
উত্তর:- (ক) মোতাহের হোসেন চৌধুরী
প্রশ্ন:-৩।“যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই” উক্তিটি কোন লেখকের লেখা প্রবন্ধে পাওয়া যায়?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মোহাম্মদ বরকতউল্লাহ
(ঘ) মোতাহের হোসেন চৌধুরী
উত্তর:- (ঘ) মোতাহের হোসেন চৌধুরী
প্রশ্ন:-৪। ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধটির রচয়িতার নাম-( তথ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক: 08)
(ক) মোতাহের হোসেন চৌধুরী
(খ) গোপাল হালদার
(গ) আবুল ফজল
(ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর:- (ক) মোতাহের হোসেন চৌধুরী