রেখা কাকে বলে

রেখা, রেখাংশ এবং রশ্মি কাকে বলে

রেখা কাকে বলে এবং বিন্দু কাকে বলে, রেখা, রেখাংশ এবং রশ্মি সম্পর্কে বিস্তারিত আলোচলা করা হয়েছে। আশাকরি আর্টিকেলটি পড়ার পর তোমরা খুব সহজে বুঝতে পারবে।

রেখা:

বিন্দুর চলার পথকে রেখা বলে।

রেখা কত প্রকার

রেখা প্রধানত দুই প্রকার:-

১। সরল রেখা

২। বক্র রেখা

সরল রেখা:- একটি বিন্দু থেকে আন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোন প্রকার দিকের পরিবর্তন না হয় তবে তাকে সরল রেখা বলে।

সরল রেখা
চিত্র: একটি সরল রেখা

বক্র রেখা:- একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয় তবে তাকে বক্র রেখা বলে।

বক্র রেখা
চিত্র: একটি বক্র রেখা

আরো পড়ুন:- কোণ কাকে বলে | স্থূলকোণ কাকে বলে

বিন্দু কাকে বলে

বিন্দু:- বিন্দুর অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ ও বেদ নেই।

মনে রাখবে,

১। রেখার কোন প্রন্তবিন্দু নেই।

২। দুইট বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র সরল রেখা আঁকা যায়।

৩। দুই বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম।

৪। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলে।

৫। দুটি সরলরেখা একটি এবং কেবল একটি বিন্দুতে ছেদ করতে পারে।

রেখাংশ

রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে।

রশ্মি

রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু থাকে।

রেখা রেখাংশ রশ্মি
চিত্র: রেখা রেখাংশ এবং রশ্মি

সমান্তরাল রেখা:

দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে।

সমান্তরাল রেখা
চিত্র: সমান্তরাল রেখা

মনে রেখো

১। দুইটি সমান্তরাল সরলরেখার কোন সাধারণ বিন্দু নেই।

২। যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল।

৩। দুই বা ততোধিক সরলরেখা একটি সরলরেখার উপর লম্ব হলে, তারা অপরটির উপরও লম্ব।

বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ:-

# রেখার প্রন্তবিন্দুর সংখ্যা হলো- স.চা

(ক) ১ টি

(খ) ২টি

(গ) কোনটিই নয়

(ঘ) ৫ টি

উত্তর:- কোনটিই নয়

# দুটি লাইন একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? ব্যাংক

(ক) কখনই নয়

(খ) ৪০০ মি.

(গ) ২০০ মি.

(ঘ) ৬০০ মি.

বি.দ্র:- দুটি সমান্তরাল রেখা কখনোই মিলিত হয় না। মিলিত হলে তাদের সমান্তরাল রেখাই বলা হবে না।

উত্তর:- (ক) কখোনই নয়

রেখা প্রধানত কত প্রকার?

(ক) চার

(খ) তিন

(গ) দুই

(ঘ) এক

উত্তর:- (গ) দুই

# দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? ৩৬ তম বিসিএস

(ক) ২

(খ) ৪

(গ) ১৬

(ঘ) ৮

উত্তর:- নেই

বি.দ্র:- দুটি সমান্তরাল রেখা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে।

# দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা

(ক) পরস্পর সমান

(খ) পরম্পর অসমান্তরাল

(গ) কোনটিই নয়

(ঘ) পরস্পর সমান্তরাল

উত্তর:- (ঘ)

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *