অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনিসমষ্টিকে শব্দ বলা হয়। অর্থাৎ এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে।
যেমন: কা, গ, জ এই তিনটি ধ্বনি একসাথে জুড়ে দিলে হয়: কাগজ সুতরাং এটি একটি শব্দ। আবার আমি, দোকান, যাই, এখানে আমি, দোকান, যাই সবগুলোই শব্দ।
সবগুলো শব্দেরই আলাদা আলাদা অর্থ আছে। কিন্তু এ রকম আলাদা আলাদা শব্দ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। তাই অর্থপূর্ণ শব্দ জুড়ে দিয়ে মানুষ মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে।
আরো পড়ুন