বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৫ই সেপ্টেম্বর ১৮৭৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
আর্থিক সংকটের কারণে এফ.এ. শ্রেণিতে পড়ার সময় তাঁর ছাত্রজীবনের অবসান ঘটে। ১৯০৩ সালে ভাগ্যের সন্ধানে বার্মা যান এবং সেখানে কেরানি পদে চাকরি করেন।
প্রবাস জীবনেই তাঁর সাহিত্য-সাধনা শুরু। ১৯১৬ সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য-সাধনা করতে থাকেন। গল্প, উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন।
তিনি ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম- মন্দির
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস
বড়দিদি | অরক্ষণীয়া |
বিরাজ বৌ | বামুনের মেয়ে |
পল্লীসমাজ | নিষ্কৃতি |
শেষের পরিচয় | পণ্ডিত মশাই |
চরিত্রহীন | নববিধান |
দেনাপাওনা | বৈকুণ্ঠের |
পরিণীতা | গৃহদাহ |
শেষ প্রশ্ন | উইল |
শ্রীকান্ত | দেবদাস |
পথের দাবী | বিপ্রদাস |
প্রবন্ধগুলো
তরুণের বিদ্রোহ | নারীর মূল্য |
স্বদেশ ও সাহিত্য |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছোটগল্প
কাশীনাথ | মন্দির |
মহেশ | মামলার ফল |
বিলাসী | সতী |
পরেশ | অনুরাধা |
বড় গল্প
বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প | ছবি |
মেজদিদি |
নাটক
ষোড়শী | রমা |
বিজয়া |
আরো পড়ুন:- শামসুর রাহমান