শহীদুল্লা কায়সার ১৯২৭ সালে ১৬ ফেব্রুয়ারি, ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী।
- কথাসাহিত্যিক জহির রায়হান তাঁর ভাই।
মৃত্যু:- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, পাক হানাদার বাহিনীর তাঁকে ঢাকার কায়েতটুলির বাসা থেকে তুলে নিয়ে যায। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শহীদুল্লা কায়সার এর উপন্যাস
‘সারেং বৌ’ (১৯৬২) | ‘সংশপ্তক’ (১৯৬৫) |
অন্যান্য রচনা
স্মৃতিকথা | ‘রাজবন্দীর রোজনামচা’ (১৯৬২) |
ভ্রমণকাহিনী | ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ (১৯৬৬) |
আরো পড়ুন:- শাহ মুহম্মদ সগীর
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১ । ‘সংশপ্তক’ কার রচনা? (২০তমবিসিএস)
(ক) মুনীর চৌধুরী
(খ) জহির রায়হান
(গ) শওকত ওসমান
(ঘ) শহীদুল্লা কায়সার
উত্তর:-(ঘ) শহীদুল্লা কায়সার
প্রশ্ন:-২। ‘সংশপ্তক’, ‘সারেং বৌ’ কোন জাতীয় গ্রন্থ? (সোনালী ব্যাংক লি. অফিসার: ১৮)
(ক) নাটক
(খ) উপন্যাস
(গ) রম্য রচনা
(ঘ) প্রবন্ধ
উত্তর:- (খ) উপন্যাস
প্রশ্ন:-৩। নিচের কোনটি শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস? (বাংলাদেশ ব্যাংক অফিসার: ১১)
(ক) জমিদার দর্পণ
(খ) সংশপ্তক
(গ) শহীদুল্লা কায়সার
(ঘ) জীবন থেকে নেয়া
উত্তর:- (খ) সংশপ্তক
প্রশ্ন:-৪। ‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা ( প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী: ১১)
(ক) আবু ইসহাক
(খ) শহীদুল্লা কায়সার
(গ) ওয়ালীউল্লাহ
(ঘ) শওকত ওসমান
উত্তর:- (খ) শহীদুল্লা কায়সার