শেখ ফয়জুল্লাহ ১৬ শতকের মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম কবি । তিনি মর্সিয়া সাহিত্যের প্রথম কবি।
- মুসলমান হয়েও কে নাথ সাহিত্য রচনা করেন / নাথসাহিত্যের প্রধান কবি কে? (৩০তম বিসিএস লিখিত)
শেখ ফয়জুল্লাহ। তিনি নাথ সাহিত্যের আদি কবি এবং তাঁর নাথ ধর্মবিষয়ের আখ্যানকাব্যের নাম ‘গোরক্ষ বিজয়’।
রচিত কাব্য – ‘জয়নাবের চৌতিশা’
শেখ ফয়জুল্লাহ রচনাবলি
গাজী বিজয় | সত্যপীর |
সুলতান জমজমা | পদাবলী |
আরো পড়ুন:- সিকান্দার আবু জাফর
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? [৩৭তম বিসিএস]
(ক) শৈবধর্ম
(খ) নাথধর্ম
(গ) বৌদ্ধ সহজযান
(ঘ) কোনটি নয়
উত্তর:- (খ) নাথধর্ম
প্রশ্ন:- ২। কোনটি শেখ ফয়জুল্লাহর নীতিকথা বিষয়ক কাব্য? (নৌপরিবহন মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এর প্রশাসনিক কর্মকর্তা- ১৩)
(ক) গাজী বিজয়
(খ) সুলতান জমজমা
(গ) জয়নবের চৌতিশা
(ঘ) জঙ্গনামা
উত্তর:- (খ) সুলতান জমজমা
প্রশ্ন:-৩। মর্সিয়া সাহিত্যের আদি কবি কে? (৬ষ্ঠ সহকারী জজ নিয়োগ পরীক্ষা: ১১)
(ক) জাফর হামিদ
(খ) শেখ ফয়জুল্লাহ
(গ) মুহম্মদ খান
(ঘ ) মামুদ
উত্তর:- (খ) শেখ ফয়জুল্লাহ
প্রশ্ন:-৪। শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষ বিজয় গ্রন্থটি আবিষ্কার করেন কে? (থানা সহকারী শিক্ষা অফিসার: ০৪)
(ক) আব্দুল করিম সাহিত্য বিশারদ
(খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর:- (ক) আব্দুল করিম সাহিত্য বিশারদ