সিকান্দার আবু জাফর ১৯১৯ সালে বর্তমন সাতক্ষীরা (তৎকালীন খুলনা) জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত কবি, সংগীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক ।
- তিনি ‘মাসিক সমকাল’ পত্রিকার সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক’ (১৯৫৩) পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন।
- তিনি ১৯৬৬ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’ লাভ করেন।
- তিনি ৫ আগস্ট, ১৯৭৫ সারে পরলোক গমণ করেন।
সিকান্দার আবু জাফর এর কাব্যগ্রন্থ
‘প্রসন্ন প্রহর’ (১৯৬৫) | ‘বৈরীবৃষ্টিতে’ (১৯৬৫) |
‘তিমিরান্তক’ (১৯৬৫) | ‘কবিতা’ (১৯৬৮) |
- সিকান্দার আবু জাফর এর ঐতিহাসিক নাটক- ‘সিরাজউদ্দৌলা’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে।
- তাঁর জীবনী নাটক- ‘মহাকবি আলাওল’ (১৯৬৫)।
- তার বিখ্যাত গান- ‘আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই’।
সিকান্দার আবু জাফর এর উপন্যাস
মাটি আর অশ্রু’ (১৯৪২) | ‘পূরবী’ (১৯৪৪) |
‘নতুন সকাল’ (১৯৪৫) | :‘জয়ের পথে’ (১৯৪২) |
‘নবী কাহিনী (১৯৫১) |
আরো পড়ুন:-সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। ‘মহাকবি আলাওল’ নাটকটি কে রচনা করেছেন? (প্রাথমিক সহকারি শিক্ষক পরীক্ষা: ১০)
(ক) সিকান্দার আবু জাফর
(খ) আনিস চৌধুরী
(গ) ওয়ালীউল্লাহ
(ঘ) শওকত ওসমান
উত্তর:- (ক) সিকান্দার আবু জাফর