সৈয়দ আলী আহসান ২৬ মার্চ, ১৯২২ সালে যশোরে (বর্তমান মাগুরা) জন্মগ্রহণ করেন। ছিলেন কবি, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- তিনি ২৫ জুলাই, ২০০২ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।
পুরস্কার
‘একুশে পদক’ (১৯৮৩), | ‘স্বাধীনতা পুরস্কার’ (১৯৮৮) |
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ (১৯৬৭) |
সৈয়দ আলী আহসান এর কাব্যগ্রন্থ
অনেক আকাশ’ (১৯৫৯) | ‘একক সন্ধ্যায় বসন্ত’ (১৯৬৪) |
‘সহসা সঁচকিত’ (১৯৬৫) | ‘আমার প্রতিদিনের শব্দ’ (১৯৭৪) |
‘উচ্চারণ’ (১৯৬৮) | ‘সমুদ্রেই যাব’ (১৯৮৭) |
‘রজনীগন্ধা’ (১৯৮৮) |
অন্যান্য রচনাবলী অন্য বই থেকে যাচাই করে দেখবে।
প্ৰবন্ধ: | ‘গল্পসঞ্চয়ন’ (১৯৫৩) |
সমালোচনা গ্রন্থ | ‘কবিতার কথা’ (১৯৫৭), ‘কবি মধুসূদন’ (১৯৫৭), ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (১৯৫৬)- মুহম্মদ আবদুল হাই সহযোগে, ‘সাহিত্যের কথা’ (১৯৬৪), ‘পদ্মাবতী’ (১৯৬৮), ‘মধুমালতি’ (১৯৭২)। |
অনুবাদগ্রন্থ : | ‘ইডিপাস’ (১৯৬৩), ‘হুইটম্যানের কবিতা’ (১৯৬৫) |
শিশুতোষ : | ‘কখনো আকাশ’ (১৯৮৪) |
আত্মজীবনী : | ‘আমার সাক্ষ্য’ (১৯৯৪) |
আরো পড়ুন:- সৈয়দ শামসুল হক
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১ । আমাদের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি?
ক সৈয়দ সাজ্জাদ হোসেন
(খ) সৈয়দ আলী আহসান
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) শামসুর রাহমান
উত্তর:- (খ) সৈয়দ আলী আহসান
(ক) সৈয়দ আলী আহসান
প্রশ্ন:-২। ১৯৮৫ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? (৩৪ তম বিসিএস)
(ক) সৈয়দ আলী আহসান
(খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) সিকান্দার আবু জাফর উ. ক
উত্তর:- (ক) সৈয়দ আলী আহসান
প্রশ্ন:-৩ । ‘আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা কে? (যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার: ১৯ )
(ক) জসীমউদ্দীন
(খ) তালিম হোসেন
(গ) জীবনানন্দ দাশ
(ঘ) সৈয়দ আলী আহসান
উত্তর:- (ঘ) সৈয়দ আলী আহসান