সোমেন চন্দ্র এর

সোমেন চন্দ

সোমেন চন্দ ২৪মে, ১৯২০ খ্রিষ্টাব্দে নরসিংদী জেলার পলাশের বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ। তিনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক রাজনীতিবিদ, বাংলার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ।

  • তিনি ৮ মার্চ ১৯৪২ সালে আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন।
  • সোমেন চন্দ রচিত উপন্যাস বন্যা

সোমেন চন্দ রচিত গল্প

ইঁদুরদাঙ্গা
সংকেতস্বপ্ন

সোমেন চন্দ রচিত গ্রন্থসমূহ

‘শিশু তপন’ (১৯৩৭)‘সংকেত ও অন্যান্য গল্প’ (১৯৪৩)
‘বনস্পতি ও অন্যান্য গল্প’ (১৯৪৪)

আরো পড়ুন:- হরপ্রসাদ শাস্ত্রী

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? ৩৫তম বিসিএস

(ক) আবুল হাসান

(খ) হুমায়ূন কবির

(গ) সোমেন চন্দ

(ঘ) কল্যাণ মিত্র

উত্তর:- (গ) সোমেন চন্দ

প্রশ্ন:-২।  ‘ইঁদুর’ কার বিখ্যাত ছোটগল্পের নাম?

(ক) হুমায়ুন আহমেদ

(খ) সোমেন চন্দ

(গ) শহীদুল জহির

(ঘ) হাসান আজিজুল হক

উত্তর:- (খ) সোমেন চন্দ

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *