হরপ্রসাদ শাস্ত্রী ৬ ডিসেম্বর, ১৮৫৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, বহুভাষাবিদ এবং বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।
- সংস্কৃত কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় তাকে ‘শাস্ত্রী’ উপাধি দেওয়া হয
উপাধি
মহামহোপাধ্যায় | ১৮৯৮ |
সি.আ.ই | ১৯১১ |
ডি.লিট (ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে) | ১৯২৭ |
গ্রন্থসমূহ
কাঞ্চনমালা | মেঘদুত |
প্রাচীন বাংলার গৌরব | বাঙ্গালা ব্যাকরণ |
বেণের মেয়ে | বাল্মীকির জয় |
বৌদ্ধ গান ও দোহা | বৌদ্ধধর্ম |
সচিত্র রামায়ণ |
আরো পড়ুন:- হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
প্রশ্ন:-১। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী? [৪৩তম বিসিএস]
(ক) পণ্ডিত
(খ) বিদ্যাসাগর
(গ) শাস্ত্রজ্ঞ
(ঘ) মহামহোপাধ্যায়
উত্তর:- (ঘ) মহামহোপাধ্যায়
প্রশ্ন:-২। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক? (১৭তম বিসিএস)
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
(গ) রমেশচন্দ্র দত্ত
(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর:- (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
প্রশ্ন:-৩। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার
নাম হল- (সমাজসেবা অধিদপ্তরের সমাজ সংগঠক: ০৫/
(ক) চর্যাপদাবলি
(খ) হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
(গ) চর্যাচর্যবিনিশ্চয়
(ঘ) চর্যাগীতিকা
উত্তর:- (খ) হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
প্রশ্ন:-৪। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন- | (শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা: ০৯)
(ক) তিব্বত, নেপাল
(খ) কাশী, বেনারস
(গ) ভুটান, সিকিম
(ঘ) বোম্বে, জয়পুর
উত্তর:- (ক) তিব্বত, নেপাল
প্রশ্ন:-৫। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত ‘চর্যাপদ কে সম্পাদনা করেন? (প্রাথমিক পরীক্ষা: ১২)
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(খ) শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
(গ) ড. দীনেশচন্দ্র সেন
(ঘ) শ্রী হরলাল রায়
উত্তর:- (খ) শ্রী হরপ্রসাদ শাস্ত্রী