বৃত্রসংহার

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৭ এপ্রিল, ১৮৩৮ সালে হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন ।তাঁর রচিত প্রথম কাব্য চিন্তাতরঙ্গিণী প্রকাশিত হয় ১৮৬১ সালে।

  • হেমচন্দ্র রচিত মহাকাব্যের নাম- বৃত্রসংহার

হেমচন্দ্র রচিত কাব্যগ্রন্থ সমূহের

আশাকাননছায়াময়ী
চিন্তাতরঙ্গিণীবীরবাহু
নলিনীবসন্তদশমহাবিদ্যা
চিত্তবিকাশ

হেমচন্দ্র রচিত কবিতাসমূহ

জীবন-সঙ্গীতভারতসঙ্গীত
ভারতকাহিনীঅশোকতরু
ভারতবিলাপমৃণাল

আরো পড়ুন:- উপসর্গ: বাংলা তৎসম এবং বিদেশি উপসর্গ

বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

প্রশ্ন:-১।  কোন গ্রন্থটি মহাকাব্য? (২৬তম বিসিএস]

(ক) অবকাশ রঞ্জিনী

(খ) বিহারীলাল

(গ) বৃত্রসংহার

(ঘ) মাইকেল মধুসূদন

উত্তর:- (গ) বৃত্রসংহার

প্রশ্ন:-২। ‘চিন্তাতরঙ্গিণী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?  (কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) পরীক্ষা: ০৭)

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

(গ) বিরহ বিলাপ

(ঘ) বীরাঙ্গনা কাব্য

উত্তর:- (খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন:-৩। নিচের যেটি অনূদিত কবিতার দৃষ্টান্ত- (রূপালী ব্যাংক লি. অফিসার: ১৮)

(ক) স্বাধীনতা

(খ) ছায়াময়ী

(গ) জীবন-সঙ্গীত

(ঘ) শূরসুন্দরী

উত্তর:- (গ) জীবন-সঙ্গীত

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *