sentence কাকে বলে কত প্রকার ও কী কী

Sentence কাকে বলে

শিখতে পাররে sentence কাকে বলে, sentence কত প্রকার ও কী কী, assertive sentence কাকে বলে, imperative sentence কাকে বলে, exclamatory sentence কাকে বলে, Optative Sentence কাকে বলে, Interrogative Sentence কাকে বলে affirmative sentence কাকে বলে এবং Negative Sentence কাকে বলে।

Sentence

যে শব্দ গুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে Sentence বলে।

like to I tea drink

Birds flying the are.

উপরের শব্দগুলো পূথক পূথক অর্থ প্রকাশ করে কিন্তু সমষ্টি গতভাবে কোন অর্থ বা মনের ভাব প্রকাশ করতে পারে না। তাই এরা Sentence নয়।

The Birds are flying.

I like to drink tea.

এখন শব্দ গুলোকে সঠিক ভাবে সাজানো হয়েছে। তাই তারা সম্পূর্ণ ভাব বা অর্থ প্রকাশ করে। তাই তাদেরকে Sentence বলা যাবে।

সতরাং আমরা এভাবেও বলতে পারি যে একাধিক Word বা শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে Sentence বলে।

Sentence কত প্রকার ও কী কী

অর্থভেদে Sentence পাঁচ প্রকার যথা:

Sentence কত প্রকার ও কী কী
  • Assertive Sentence – বিবৃতিমূলক বাক্য
  • Interrogative Sentence – প্রশ্নবোধক বাক্য
  • Imperative Sentence- অনুজ্ঞাসূচক বাক্য
  • Optative Sentence- ইচ্ছা বা আর্শীবাদমূলক বাক্য
  • Exclamatory Sentence- বিস্ময় বা আবেগ সূচক বাক্য

Assertive sentence কাকে বলে

Assertive Sentence  (বিবৃতিমূলক বাক্য): যে Sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা বা প্রকাশ পায় তাকে Assertive Sentence বলে।

উদাহরণ:

She is reading.

The boys play.

Interrogative Sentence কাকে বলে

Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য): যে Sentence দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে।

উদাহরণ:

What is your name?

তোমার নাম কি?

Does he it rice? সে কি ভাত খায়?

Imperative Sentence কাকে বলে

Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): যে Sentence দ্বারা আদেশ উপদেশ, নিষেধ অনুরোধ প্রস্তাব বুঝায় তাকে Imperative Sentence বলে।

উদাহরণ:

Please help me.

দয়া করে আমাকে সাহায্য করুন। এ বাক্যে অনুরোধ বুঝাচ্ছে তাই এটি imperative Sentence.

Always speak the truth.

সদা সত্য কথা বলিবে। এখানে উপদেশ বুঝাচ্ছে তাই এটিও imperative sentence.

Optative Sentence কাকে বলে

Optative Sentence (ইচ্ছা বা আর্শীবাদমূলক বাক্য): যে Sentence দ্বারা বক্তার ইচ্ছা, প্রার্থনা ও আর্শিবাদ প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।

উদাহরণ:

May you be happy.

তুমি সুখি হও।

May Bangladesh prosper day by day.

Exclamatory Sentence কাকে বলে

Exclamatory Sentence (বিস্ময় বা আবেগ সূচক বাক্য): যে Sentence দ্বারা বক্তার মনের আবেগ, বিষ্ময়, আনন্দ, দু:খ ইত্যাদি প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে।

N.B: Exclamatory Sentence What/How/Hurrah/Alas দ্বারা শুরু হয়।

What/How দ্বারা Sentence শুরু হলে Sentence এর শেষে Note of Exclamation ! (বিস্ময় চিহ্ন বসে)

আর যদি Hurrah/Alas দ্বারা Sentence শুরু হয় Hurrah/Alas এর পরে Note of Exclamation ! (বিস্ময় চিহ্ন বসে)

উদাহরণ:

How nice the bird is!

পাখিটি কি সুন্দর

Alas! I am undone.

হায় আমার সর্বনাশ হয়েছে

Assertive Sentence, Interrogative Sentence, Imperative Sentence-কে দুই ভাগে ভাগ করা যায় যথা:

  1. Affirmative Sentence ( হ্যাঁ-বোধক বাক্য)
  2. Negative Sentence ( না-বোধক বাক্য )

Affirmative Sentence কাকে বলে

Affirmative Sentence ( হ্যাঁ-বোধক বাক্য): যে Sentence দ্বারা কোন কিছু স্বীকার করা বা হ্যাঁ-বোধক উত্তর দেওয়া হয় তাকে Affirmative Sentence বলে।

উদাহরণ:

She has written a letter.

I shall go home today.

Negative Sentence কাকে বলে

Negative Sentence ( না-বোধক বাক্য ): যে Sentence দ্বারা কোন কিছু অস্বীকার করা বা না-বোধক উত্তর দেওয়া হয় তাকে Negative Sentence বলে।

উদাহরণ:

He is not reading.

They may not help you.

আরো পড়ুন

ছয় ঋতুর নাম ইংরেজিতে

ত্রিভুজ কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *