জানতে পারবে, Clause কাকে বলে কত প্রকার ও কি কি, Clause এর বৈশিষ্ট্য, Principal Clause কাকে বলে এবং Subordinate Clause কাকে বলে।
A clause is a part of a sentence and has a subject and a verb of its own.
Clause হলো বাক্যের একটি অংশ যার একটি Subject ও একটি Verb রয়েছে।
The boy said that he would help me. I saw a boy who was playing football.
উপরের বাক্যে That he would help me এবং who was playing football – এ দুটি বাক্যাংশে লক্ষ্য করলে দেখা যায় তাদের প্রত্যেকের একটি Subject ও Finite Verb আছে। তারা প্রত্যেকেই একটি বড় Sentence এর অংশরূপে সে Sentence এ অবস্থান করেছে। তাই তারা Clause
Clause এর বৈশিষ্ট্য
- একটি Subject থাকবে
- একটি Verb থাকবে
- একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে।
Clause এর প্রকারভেদ
- Principal Clause
- Subordinate Clause
- Co-ordinate Clause
Principal Clause: যে Clause এ একটি Subject একটি Finite Verb থাকে এবং মূল বাক্য থেকে বিচ্ছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Clause বলে।
Subordinate Clause: যে Clause এ একটি Subject এবং একটি Finite Verb থাকে কিন্তু Principal Clause এর উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate Clause বলে।
Co-ordinate Clause: যখন দুই বা ততোধিক একই জাতীয় Clause কোন Co-ordination Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Co-ordinate Clause বলে।
আরো পড়ুন