tense kake bole

Tense কাকে বলে কত প্রকার কি কি

Tense কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

I eat rice. ( আমি ভাত খাই )

I ate rice. ( আমি ভাত খেয়েছিলাম )

I shall eat rice. ( আমি ভাত খাবো )

লক্ষ্য কর উপরের ৩ টি বাক্যে একই Verb – eat তিনভাবে ব্যবহৃত হয়েছে। কারণ, Verb টি তিনটি ভিন্ন ভিন্ন সময়ে সংঘটিত হয়েছে বা হবে। যেমন: প্রথম বাক্যটিতে কাজ (খাওয়া) বর্তমান সময়ে সংঘটিত হয়। দ্বিতীয়টিতে অতীতে সংঘটিত হয়েছিল এবং তৃতীয়টিতে কাজ ভবিষ্যতে সংঘটিত হবে।

কোন Verb এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল,বা হবে তা নির্দেশ করার জন্য ঐ Verb এর যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে Tense বলে।

সংক্ষেপে, কোন কার্য সম্পাদনের সময়কে Tense বা কাল বলে।

Tense কত প্রকার ও কি কি

Tense তিন প্রকার। যথা:-

(1) Present Tense (বর্তমান কাল)

(2) Past Tense ( অতীত কাল)

(3) Future Tense (ভবিষ্যৎ কাল)

tense koto prokar

Present Tense কাকে বলে

Present Tense:- Verb এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন কাতে Present tense বলে।

উদাহরণ:-

I eat rice. ( আমি ভাত খাই )

He goes to school.

Present Tense কত প্রকার

Present Tense চার প্রকার। যথা:-

(1) Present indefinite tense

(2) Present continuous tense

(3) Present perfect tense

(4) Present Perfect continuous tense

Present indefinite tense কাকে বলে

Present indefinite:- যে Tense দ্বারা বর্তমানে কোন কাজ করা, অভ্যাস বা চিরসত্য বুঝায় তাকে Present indefinite বা Simple indefinite tense বলে।

এ tense এ verb বর্তমান কালে সচরাচর হয় এ রূপ কোন কাজ, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ এসব প্রকাশ করে।

গটন: Subject+মূল Verb এর Present form ( S/es) + Object

** Third person, singular number-এ Verb এর শেষে s/es যোগ করতে হয়।

He is a student. ( সে একজন ছাত্র )

I go to market. ( আমি বাজারে যাই )

He reads a book. (সে একটি বই পড়ে)

Present continuous tense কাকে বলে

Present continuous tense: যে tense দ্বারা বর্তমান কালে কোন কাজ চলতেছে বুঝায় তাকে Present continuous tense বলে।

গটন:- Subject+ am/is/are + মূল verb এর শেষে ing + object

I am reading a book. (আমি একটি বই পড়ছি)

They are going to school. ( তারা স্কুলে যাচ্ছে )

We are eating rice. ( আমরা ভাত খাইতেছি )

*** I এর পরে am বসে। He, she, it এবং অন্য সব 3rd person ও singular number এর পর is বসে। We, you, they ও Plural subject-এর পরে are বসে।

Present perfect tense কাকে বলে

Present perfect tense:- কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Verb এর Present perfect tense হয়।

I have eaten rice. (আমি ভাত খেয়েছি)

She has broken the glass. (সে গ্লাসটি ভেঙেছে)

গঠন:- Subject + have/has + মূল verb এর past participle + object.

*** He, she, it ও অন্য সব Singular number যুক্ত Third person এর পরে has বসে। I, we, you, they ও plural subject এর পরে have বসে।

Present Perfect continuous tense কাকে বলে

Present Perfect continuous tense: অতীতে কোন কাজ শুরু হয়ে এখনও চলছে এরূপ বুঝালে তার Present Perfect continuous tense হয়।

গঠন:- Subject + have been/has been + মূল verb এর সাথে ing + object.

They have been playing football for two hours. (আমি দু ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছি)

I have been reading for two hours. (আমি দু ঘন্টা যাবৎ পড়িতেছি।)

*** Present Perfect continuous tense এর ক্ষেত্রে ব্যাপক সময় এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় এর পূর্বে since বসে।

I have been reading for two hours.

I have been reading since morning.

Past tense কাকে বলে

Verb এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে past tense বলে।

Past Tense কত প্রকার ও কি কি

Past Tense চার প্রকার। যথা:-

(1) Past indefinite tense

(2) Past continuous tense

(3) Past perfect tense

(4) Past Perfect continuous tense

Past indefinite tense কাকে বলে

Past indefinite tense: অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past indefinite tense বা simple past tense হয়।

গঠন:- Subject + মূল verb এর past form + object.

I went to school. ( আমি স্কুলে গিয়েছিলাম)

He had a pen. ( তাহার একটি কলম ছিল)

Past continuous tense কাকে বলে

Past continuous tense: অতীত কালে কোন কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বুঝালে verb এর past continuous tense হয়।

গটন: Subject + was/were + মূল verb এর present form এর সাথে ing + object.

I was reading a book. ( আমি একটি বই পড়তেছিলাম)

I am eating rice. (আমি ভাত খাচ্ছি)

*** We, you, they ও plural subject এর পর were বসে। আর সব ক্ষেত্রে was বসে।

Past perfect tense কাকে বলে

Past perfect tense: অতীত কালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি Past perfect tense এবং অন্যটি Past indefinite tense হয়।

গটন:- Subject + had + মূল verb এর past participle+ object.

I had reached the college before the examination began. পরীক্ষা শুরু হওয়ার পূর্বে আমি কলেজে পৌছালাম।

I had eaten rice before I went to bed. ঘুমাতে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম।

***সাধারণত Before এর প্রথম অংশ past perfect tense এবং পরের অংশ Past indefinite tense হয়। after এর প্রথম অংশ Past indefinite tense এবং পরের অংশ Past perfect tense হয়।

Past Perfect continuous tense কাকে বলে

Past Perfect continuous tense: অতীত কালের কোন কাজ দীর্ঘ সময় ধরে চলতেছিল বুঝাতে verb- এর Past Perfect continuous tense হয়।

অনেক সময় Past Perfect continuous tense এ সময়ের উল্লেখ থাকে না । তখন দুটি কাজের উল্লেখ থাকে। তার মধ্যে যে কাজটি অতীতে কালে চলতেছিল বুঝায় সেটি Past Perfect continuous tense এবং অন্যটি Past indefinite tense.

গটন:- Subject + had been + মূল verb এর শেষে ing + object.

I had been reading for two hours. আমি দু ঘন্টা যাবৎ পড়িতেছিলাম।

I had been reading before he came. সে আসিবার পূর্বে আমি পড়িতেছিলাম।

Future tense কাকে বলে

Verb –এর যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে Future tense বলে।

Future Tense কত প্রকার ও কি কি

Future Tense চার প্রকার। যথা:-

(1) Future indefinite tense

(2) Future continuous tense

(3) Future perfect tense

(4) Future Perfect continuous tense

Future indefinite tense কাকে বলে

Future indefinite tense: ভবিষ্যতে কোন কাজ সংঘটিত হবে এরূপ বুঝালে verb –এর Future indefinite tense হয়।

গটন:- Subject + shall/will + মূল verb এর present form + Object.

I shall do the work. আমি কাজটি করিব।

We shall play. আমরা খেলা করবো।

*** first person –এর পরে সাধারণত Shall বসে। তবে সব person এর পর will বসালেও চলে।

Future continuous tense কাকে বলে

Future continuous tense: ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে এরূপ বুঝালে verb –এর Future continuous tense হয়।

গটন: Subject + shall be/ will be + মূল verb এর present form এর সাথে ing+ object.

I shall be reading the book. আমি বইটি বড়িতে থাকিব।

I shall be doing. আমি করতে থাকব।

They will be reading the book. তাহারা বইটি পড়িতে থাকিবে।

*** First person –এর পরে shall be বসে। আর সব person-এ will be বসে।

Future perfect tense কাকে বলে

Future perfect tense: ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বুঝালে verb এর Future perfect tense হয়।

গটন:- Subject + shall have/will have + মূল verb এর past participle form + object.

I shall have finished reading the book by 4 pm. আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব।

সে আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকিব I shall have eaten rice before he comes.

*** First person এর পরে সাধারণত Shall have বসে। অন্য সব person –এ will have বসে।

Future Perfect continuous tense কাকে বলে

Future Perfect continuous tense: ভবিষ্যতে কোন কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বুঝালে যে কাজটি চলতে থাকবে তার verb –এর Future Perfect continuous tense হয়।

গটন:- Subject + shall have been/ will have been +মূল verb এর present form এর সাথে ing + object.

I shall have been reading the book for two hours. আমি দু ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো।

তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। we shall have been waiting for you until you come back.

*** First person –এর পরে সাধারণত shall have been বসে। আর সব person –এর will have been বসে।

আরো পড়ুন: Subject কাকে বলে, Verb কাকে বলে

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *